#কলকাতা: বিধানসভা ভোটে ভরাডুবি ঘটেছে বিজেপির। তাই বিজেপির লক্ষ্য এবার ২০২৪-এর লোকসভা নির্বাচন। সম্প্রতি হায়দরাবাদে জাতীয় কর্মসমিতির বৈঠকেও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দাবি করেছেন, খুব শীঘ্র বাংলায় ক্ষমতায় আসবে বিজেপি। রাজ্যের গেরুয়া নেতারাও সেই লক্ষ্যকে সামনে রেখেই কর্মসূচি তৈরি করছেন। কিন্তু এত সব করেও যে বাংলায় বিজেপি বিশেষ সাফল্য পাবে না, তা স্পষ্ট করে জানিয়ে দিলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim)।
ফিরহাদের কথায়, ''অর্থহীন বাহানার কোনও মানে হয় না। বিজেপি এ রাজ্যে তলানিতে। মাঝেমাঝে ভাবে মোদিকে নিয়ে এসে পারব, কখনও ভাবে অমিত শাহকে নিয়ে এসে পারব, কখনও ভাবে মিঠুন চক্রবর্তীকে নিয়ে এসে পারব। আসলে যারা জলে ডোবে তারা যা কিছু ধরে বাঁচতে চায়। মানুষের সমর্থন নেই বিজেপির কাছে।''
আরও পড়ুন: রাতে পাঁচিল টপকে মুখ্যমন্ত্রীর বাড়িতে যুবক, বড়সড় পদক্ষেপ এবার! অভিযুক্তেরও আজব দাবি
ভাঙড়ের আন্দোলন নিয়েও এদিন মুখ খুলেছেন ফিরহাদ। বলেন, ''জমি আন্দোলনের সঙ্গে যুক্ত যারা এটা করছেন, ভুল করছেন। সরকারি কাজে একটু সময় লাগে। অধৈর্য্য হবেন না। কেও যদি শুধু অরাজগতা করব ভাবে, সেটা ঠিক নয়। ইতিমধ্যেই কথাও হয়েছে পাওয়ার ডিপার্টমেন্টের সঙ্গে। এ রকম যদি হয়, তাহলে সরকারকেও সিদ্ধান্ত নিতে হবে। আলোচনার পথ আছে, সরকার কাজ করছে।''
আরও পড়ুন: কুণাল ঘোষের সঙ্গে বৈঠকে রূপা গঙ্গোপাধ্যায়! উত্তাল বঙ্গ রাজনীতি, তীব্র হচ্ছে গুঞ্জন
এদিকে, শ্যমাপ্রসাদকে ঘিরে নতুন করে পথে নামছে বিজেপি। বুধবার কলকাতায় মিছিলও করবেন রাজ্য বিজেপির শীর্ষ নেতারা। সেই প্রসঙ্গে ফিরহাদের বক্তব্য, '' আদর্শগত ভাবে আলাদা হলেও শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বাংলার কৃতি সন্তান। শ্যামাপ্রসাদকে অপমান করে মিছিল করার মানে নেই।''
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bengal BJP, Firhad Hakim