#কলকাতা: আজ দিল্লিতে বিজেপির সদর দফতরে বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন কলকাতার পুরসভা তথা রাজ্যের মন্ত্রী শোভন চট্টোপাধ্যায় তাঁর সঙ্গে বিজেপিতে যোগ দিলেন শোভনের বন্ধু বৈশাখী বন্দ্যোপাধ্যায়ও ৷ দিল্লিতে এই যোগদানের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপির কার্যকরী সভাপতি জেপি নাড্ডা, অরবিন্দ মেনন, মুকুল রায় ৷
শোভন-বৈশাখী বিজেপিতে যোগ দেওয়ার পরে মুকুল রায় দিল্লি থেকে দাবি করেছেন শোভন-বৈশাখীকে পেয়ে দলের শক্তি বৃদ্ধি পেয়েছে ৷ এর সঙ্গে বিজেপি নেতা মুকুল রায় দাবি করেছেন আগামী বছর কলকাতা পুরসভা দখল করবে বিজেপি, ২০২১ বিধানসভা ভোটে তৃণমূল কংগ্রেস বিরোধী মর্যাদাও পাবেন ৷
মুকুলের এই দাবিকে উড়িয়ে কলকাতার মহানাগরিক তথা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম মুকুলকে এক হাত নিয়ে বলেছেন ‘কোনও দিন ভোট না করেই ভোটের কথা, ভোটে না জিতেই ভোটের কথা বলছেন অবাস্তব কথা বলছেন মুকুল রায় ৷’ এই নিয়েই রাজ্য রাজনীতি উত্তপ্ত ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Baishakhi Banerjee, BJP, Mukul roy, Sovon Chatterjee, বিজেপিতে যোগদান