— Indrajit Kundu | ইন্দ্রজিৎ - কলকাতা (@iindrojit) December 22, 2020
জানা গিয়েছে, সন্ধে নাগাদ বসতিবাসীদের চোখে পড়ে অগ্নিশিখা। তাঁরাই জল ঢেলে তা নেভানোর চেষ্টা করেন। কিন্তু হাওয়ার জেরে ঘিঞ্জি এলাকায় আগুন ছড়োয়ে পড়তে থাকে। পরিস্থিতি সামাল দিতে একে একে পৌঁছায় দমকলের ১১ টি ইঞ্জিন। ঘটনাস্থলে ছুটে যান দমকল মন্ত্রী সুজিত বসু। একে একে সেখানে পৌঁছয় নারকেলডাঙা, মুচিপাড়া-সহ চারটি থানার পুলিশ এবং বিপর্যয় মোকাবিলা বাহিনী। ঘটনাস্থলে যান পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। বেশ অনেকগুলি ঝুপড়ি ইতিমধ্যেই ভস্মীভূত। গত এক ঘণ্টা চেষ্টা করেও আগুন নিয়ন্ত্রণে আসেনি৷ হতাহতের কোনও খবর নেই৷ ঝুপড়ির সকলকেই সুরক্ষিত অবস্থায় বার করা গিয়েছে৷