#কলকাতা: শনিবার রাত তিনটে নাগাদ হাওড়া ব্রিজ সংলগ্ন জগন্নাথ ঘাটের একটি রাসায়নিক গুদামে বিধ্বংসী আগ্নিলীলার সাক্ষী হয়েছিল শহরবাসী। এবার অগ্নিকাণ্ড সল্টলেকে। রবিবার রাতে আগুনে পুড়ে ছাই হয়ে যায় ট্রান্সপোর্ট কোম্পানির অফিস। দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আগুন লাগে সল্টলেকের সিবি ব্লকের ১৯৬ নম্বর বাড়িতে। বাড়ির নীচের তলায় ছিল একটি ট্রান্সপোর্ট কোম্পানির অফিস। সেখানেই গভীর রাতে আচমকা আগুন লেগে যায়। প্রতিবেশীরা জানলা দিয়ে ধোঁয়া বেরতে দেখে দমকলকে খবর দেন। ততক্ষনে আগুন গ্রাস করে ফেলেছে গোটা অফিসটিকে। এখনও পর্যন্ত খয়ক্ষতির পরিমান জানা যায়নি। আগুন লাগার সময় অফিসে কেউ ছিল না। ওপরে যাঁরা ছিলেন তাঁরা তড়িঘড়ি নীচে নেমে আসেন। কোনও হতাহতেরও খবর মেলেনি।
আগুনের খবর পেয়ে ছুটে আসেন দমকল মন্ত্রী সুজিত বোস, স্থানীয় কাউন্সিলর রাজেশ চিরিমার ও বিধান নগর উত্তর থানার পুলিশ। দমকলের দুটো ইঞ্জিন আধ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে কীভাবে আগুন লাগল, তা এখনও নিশ্চিতভাবে যানা যায়নি। দমকল আধিকারিকদের প্রাথমিক অনুমাণ, শর্ট সার্কিট থেকেই আগুন লাগতে পারে।