#কলকাতা: গত মাসের ২৭ তারিখ! মেট্রোয় ধোঁয়া-আতঙ্কর স্মৃতি এখনও মেট্রোযাত্রীদের মনে তরতাজা! ময়দান স্টেশনে ঢোকার আগে কামরায় ধোঁয়া নজরে আসে যাত্রীদের ৷ স্টেশনের কাছে টানেলেই আটকে পড়ে ট্রেন ৷ বিকট শব্দের পর ট্রেনের আলো নিভে যায়। আগুন লাগে ট্রেনের ২ নম্বর রেকে । আতঙ্ক ও ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েন অনেক যাত্রী ৷
একসপ্তাহের মধ্যে একই ঘটনার পুনরাবৃত্তি ঘটল! ফের আগুন আতঙ্ক মেট্রোয়! রবীন্দ্রসদন স্টেশনে থার্ড রেলে ফুলকি দেখা যায়। সন্ধের ব্যস্ত সময়ে মেট্রো চলাচল ব্যাহত হয়! কিছুক্ষণ বন্ধ থাকার পর দমদমগামী মেট্রো চালু হয়। ৩০ মিনিট বন্ধ ছিল কবি সুভাষগামী মেট্রো!
আরও পড়ুন-মেট্রোর গাফিলতি প্রকাশ্যে, গড়িমসির জেরেই এই দুর্ঘটনা বলে মত বিশেষজ্ঞদের
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: 2019, Fire, Kolkata Metro Rail