#কলকাতা:নেতাজি ইন্ডোরের উল্টো দিকের বিল্ডিংয়ে আগুন ! অর্ডিন্যান্স ফ্যাক্টরি বোর্ডের বিল্ডিংয়ে আগুন ৷ ঘটনাস্থলে পৌঁছয় দমকলের পাঁচটি ইঞ্জিন। মুহূর্তের মধ্যে কালো ধোঁয়ায় ভরে যায় গোটা বিল্ডিং। স্বভাবতই এতে আতঙ্ক ছড়ায় বিল্ডিংয়ের কর্মীদের মধ্যে ৷
শুক্রবার দুপুরে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত। বহুতল এই অফিসের গ্রাউন্ড ফ্লোরে প্রথমে আগুন লাগে। এরপর সেই আগুন ছড়িয়ে পড়তে শুরু করে। আতঙ্কে রাস্তায় বেরিয়ে আসেন অফিসের কর্মীরা। দুপুর দু’টো নাগাদ অর্ডিন্যান্স ফ্যাক্টরির বোর্ডের বিল্ডিংয়ের একতলায় আচমকাই আগুনের শিখা দেখতে পাওয়ায় চাঞ্চল্য ছড়ায়। ঘটনাস্থলে দমকলের পাঁচটি ইঞ্জিন পৌঁছে আগুন নেভানোর চেষ্টা করে। জানালার কাঁচ ভেঙে আগুন নেভানোর চেষ্টা করা হয়। ফ্যাক্টরির ক্ষয়ক্ষতির পরিমাণ অবশ্য এখনও জানা যায়নি। আগুন লাগার কারণও এখনও স্পষ্ট নয়। নেতাজি ইন্ডোরের উল্টো দিকের বিল্ডিংয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে যথেষ্ট বেগ পেতে হয় দমকলকর্মীদের। এদিন দুপুর চারটে নাগাদ কলেজ-বিশ্ববিদ্যালয় অধ্যাপকদের একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা ছিল মুখ্যমন্ত্রীর। তার আগেই এই আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। গোটা এলাকা কালো ধোঁয়ায় ভরে যায়।
First published:
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।