#কলকাতা: মধ্যমগ্রাম থানার দেশবন্ধু রোডে কলকাতা পুলিশে কর্মরত পুলিশ কর্মীর বাড়িতে আগুন , ভস্মীভূত হয়ে যায় একটি ঘর । সোমবার সন্ধ্যা ৭ টা নাগাদ আগুন লেগে যায় ওই পুলিশ কর্মীর বাড়িতে ৷
প্রাথমিক অনুমান হঠাৎ শর্টসার্কিট থেকে আগুন লেগে যায় ওই পুলিশ কর্মীর বাড়িতে । ঘরে প্রচুর পরিমাণ কেরোসিন মজুত থাকায় আগুনের ভয়াবহ আকার ধারণ করে । ঘরের গ্রিলে তালা দেওয়া থাকার কারণে অগ্নিদগ্ধ হয়ে ঘরেই ছোটাছুটি করতে থাকে স্বামী স্ত্রী দু'জনেই । ঘটনায় আহত পুলিশে মুচীপাড়া থানার এএসআই ৷ তাঁর নাম মধুসূদন দত্ত(৫৬) তাঁর স্ত্রী-র নাম শান্তি দত্ত (৪৮) ৷
আরও পড়ুন - এই শনিবার কলকাতার বড় অংশে পানীয় জল সরবরাহ পরিষেবা থাকবে বন্ধ
দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে তাঁদের উদ্ধার করে৷ আশঙ্কাজনক অবস্থায় আর জি কর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে এই ঘটনা নিছকই দুর্ঘটনা নাকি আত্মহত্যার চেষ্টা তার তদন্তে মধ্যমগ্রাম থানার পুলিশ ।
আরও দেখুন