#কলকাতা: কলকাতা মেডিক্যাল কলেজে আগুন। সূত্রের খবর, আগুন ছড়িয়েছে করোনা ওয়ার্ডে। দমকলের বেশ কয়েকটি ঘটনাস্থলে ইঞ্জিন পৌঁছে গিয়েছে।
দমকল সূত্রে খবর, এদিন সকাল ৮টা নাগাদ আগুন লাগে করোনা ওয়ার্ডে। অক্সিজেন অপারেট করার মেশিন থেকে আগুন ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে কিছুক্ষণেই তিনটি দমকলের ইঞ্জিন পৌঁছয়। মিনিট দশেকে আগুন নিয়ন্ত্রণে পৌঁছয়। যেহেতু করোনা ওয়ার্ড, স্বভাবতই কিছুক্ষণের জন্য রোগীদের মধ্যে আতঙ্ক ছড়ায়।
প্রাথমিক সূত্র বলছে, অক্সিজেন অপারেট করার মেশিনটি অক্সিজেন অপারেট করার যন্ত্রটি এদিন অস্বাভাবিক গরম হয়ে যায়। সেখান থেকেই শর্টসার্কিট হয়ে আগুন ছড়িয়ে পড়ে বলে জানা যাচ্ছে। তবে দমকল সূত্রে খবর আগুন এখন পুরোপুরি নিয়ন্ত্রণে। রোগীরা স্ব-স্ব জায়গাতেই রয়েছেন।
-Arpita Hazra