#কলকাতা: দমকলের মানবিক মুখ ৷ তাদের চেষ্টাতেই দোতলা বাড়ি থেকে উদ্ধার করা হল এক বৃদ্ধ দম্পতিকে।সল্টলেকের পূর্বাচল ক্লাস্টার ১২র ঘটনা। ওই এলাকার একটি ফ্ল্যাটে থাকেন বৃদ্ধ এক দম্পতি। আজ সকালে বছর পঁচাত্তরের বয়স্ক মহিলা তাঁর অসুস্থ স্বামীকে ওষুধ দিতে গেলে ভুল বসত ওষুধটি খাটের পিছনে পরে যায় ৷ দম্পতির দাবি, সেই খাটের পিছন থেকে ওষুধ বের করতে গিয়ে হাত আটকে যায় ওই মহিলার। উপায় না পেয়ে স্ত্রীকে উদ্ধার করতে চিৎকার করতে থাকেন ওই বৃদ্ধ। এর পরেই স্থানীয়রা খবর দেয় দমকল এবং বিধাননগর দক্ষিণ থানায়। দমকল এসে পৌঁছালেও ঘরের দরজা ভিতর থেকে বন্ধ থাকায় উদ্ধারে বেশ বেগ পেতে হয়। পরে পিছনের জানলার গ্রিল দিয়ে ঢুকে দম্পতিকে উদ্ধার করে দমকল। এক মেয়ে বিদেশে থাকায় অসহায় দম্পতি ফ্ল্যাটে একাই থাকেন ৷ তাঁদের বিপদে দমকলের এই মানবিক মুখ দেখে আনন্দিত বৃদ্ধ দম্পতি।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Fire Brigade, Salt lake