FIR দমকলের, চাপে পড়ে বয়ান বদল অ্যাপোলোর

FIR দমকলের, চাপে পড়ে বয়ান বদল অ্যাপোলোর

Elina Datta | News18 Bangla
Updated:Jul 03, 2017 08:08 PM IST
FIR দমকলের, চাপে পড়ে বয়ান বদল অ্যাপোলোর
Elina Datta | News18 Bangla
Updated:Jul 03, 2017 08:08 PM IST

#কলকাতা: বাইপাসের ধারে অ্যাপোলো হাসপাতালে আগুন। এর জেরে অ্যাপোলো কর্তৃপক্ষের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে দমকল। ‘যথাযথ অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছিল না’, বলে ফুলবাগান থানায় লিখিত অভিযোগ দমকলের ৷

অগ্নিকাণ্ডের জেরে রোগী ও আত্মীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। কর্মীরাই প্রথমে আগুন নেভানোর কাজ শুরু করেন বলে প্রথমে দাবি করে হাসপাতাল । পরে চাপে পরে সেই দাবি বলতে বিবৃতি দিয়ে অ্যাপোলো জানায়, দমকলের তিনটি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। দমকলের প্রাথমিক অনুমান, এসিতে শর্ট সার্কিট থেকে আগুন লাগে।

সোমবার সকাল ৯ টা। নয় নম্বর অপারেশন থিয়েটারে অস্ত্রোপচার চলছিল। সেইসময় হঠাৎই ধোঁয়া বেরোতে দেখা যায়। সংলগ্ন এলাকায় ক্রমশ ধোঁয়া ছড়িয়ে পড়তে থাকে। আতঙ্ক ছড়ায় রোগী ও রোগীর আত্মীয়দের মধ্যে। সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয় অপারেশন থিয়েটার। আগুনে কোনও ক্ষয়ক্ষতি হয়নি বলে দাবি হাসপাতালের ৷

First published: 08:08:43 PM Jul 03, 2017
পুরো খবর পড়ুন
Loading...
अगली ख़बर