• Home
 • »
 • News
 • »
 • kolkata
 • »
 • FIR দমকলের, চাপে পড়ে বয়ান বদল অ্যাপোলোর

FIR দমকলের, চাপে পড়ে বয়ান বদল অ্যাপোলোর

FIR দমকলের, চাপে পড়ে বয়ান বদল অ্যাপোলোর

FIR দমকলের, চাপে পড়ে বয়ান বদল অ্যাপোলোর

FIR দমকলের, চাপে পড়ে বয়ান বদল অ্যাপোলোর

 • Share this:

  #কলকাতা: বাইপাসের ধারে অ্যাপোলো হাসপাতালে আগুন। এর জেরে অ্যাপোলো কর্তৃপক্ষের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে দমকল। ‘যথাযথ অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছিল না’, বলে ফুলবাগান থানায় লিখিত অভিযোগ দমকলের ৷

  অগ্নিকাণ্ডের জেরে রোগী ও আত্মীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। কর্মীরাই প্রথমে আগুন নেভানোর কাজ শুরু করেন বলে প্রথমে দাবি করে হাসপাতাল । পরে চাপে পরে সেই দাবি বলতে বিবৃতি দিয়ে অ্যাপোলো জানায়, দমকলের তিনটি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। দমকলের প্রাথমিক অনুমান, এসিতে শর্ট সার্কিট থেকে আগুন লাগে।

  সোমবার সকাল ৯ টা। নয় নম্বর অপারেশন থিয়েটারে অস্ত্রোপচার চলছিল। সেইসময় হঠাৎই ধোঁয়া বেরোতে দেখা যায়। সংলগ্ন এলাকায় ক্রমশ ধোঁয়া ছড়িয়ে পড়তে থাকে। আতঙ্ক ছড়ায় রোগী ও রোগীর আত্মীয়দের মধ্যে। সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয় অপারেশন থিয়েটার। আগুনে কোনও ক্ষয়ক্ষতি হয়নি বলে দাবি হাসপাতালের ৷

  First published: