#কলকাতা: বেলা এগারটা। সবে শুরু হয়েছে অফিস আওয়ার্স। আচমকা বেজে ওঠে এপিজে হাউজের ফায়ার অ্যালার্ম। অ্যালার্মের শব্দে হুড়োহুড়ি পড়ে যায় কর্মীদের মধ্যে। ততক্ষণে কালো ধোঁয়ায় ছেয়ে গেছে চারদিক। সকলে সিঁড়ি দিয়ে নীচে নেমে আসেন। খালি করে দেওয়া হয় পুরো বিল্ডিং। দেখা যায়, ছ’তলার সি ব্লকে কোটাক সিকিউরিটির অফিসের জানলা দিয়ে তখন গলগল করে আগুন বেরচ্ছে।
খবর পেয়ে আসে দমকলের দশটি ইনজিন। আসে হাইড্রলিক ল্যাডার । ধোঁয়ায় কাজ করতে সমস্যায় পড়েন দমকলকর্মীরা। নামে বিপর্যয় মোকাবিলা দল। আগুনের তাপে ভাঙতে শুরু করে বিল্ডিংয়ের কাচ। এই সময়ে কাজে আসে পঞ্চমতলার ছোট্ট টেরেস। সেখানে দাঁড়িয়ে আগুন নেভাতে শুরু করেন দমকলকর্মী ও বহুতলের নিরাপত্তাকর্মীরা।নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Apeejay house, Brings fire under control, Fire Brigade, Kolkata, Park Street