corona virus btn
corona virus btn
Loading

পুজোর কেনাকাটার মধ্যেই খাস কলকাতায় শপিং মলে আগুন

পুজোর কেনাকাটার মধ্যেই খাস কলকাতায় শপিং মলে আগুন

প্রায় চার ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

  • Share this:

#কলকাতা: পুজোর কেনাকেটার মধ্যেই সল্টলেকের বৈশাখী শপিং মলে আগুন আতঙ্ক। প্রায় চার ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুল লেগে পুড়ে যায় বেসমেন্টে রাখা বেশ কিছু গাড়ি। শপিং মলে অগ্নি নির্বাচন ব্যবস্থায় একাধিক গলদ।

শপিং মেলে আগুন। ধোঁয়ায় ঢেকে গিয়েছে চারপাশ। তারই মধ্যে বেসমেন্টে রাখা গাড়িতে বিস্ফোরণের বিকট শব্দ। পুজোর কেনাকাটার মধ্যেই এমনই আতঙ্কের ছবি বৈশাখির শপিং মলে।

বৈশাখির শপিং মলের বেসমেন্টে আগুন লেগে আতঙ্ক ছড়ায়। শপিং মলের ছাদ পর্যন্ত কালো ধোঁয়া ছড়িয়ে পড়ে। দ্রুত শপিং মল খালি করতে উদ্যোগী হন কর্তৃপক্ষ।

দোকানে ক্ষতির আশঙ্কায় অনেক ব্যবসায়ীই বেরতে রাজি হননি। শুরু হয় তর্কাতর্কি। শপিং মলের বেসমেন্টে অন্তত ৫০টি গাড়ি ছিল। আগুন লাগার পরই একের পর এক বিস্ফোরণের বিকট শব্দ ভেসে আসে। বেশ কিছু গাড়ি ভষ্মীভূত হয়ে গিয়েছে।

বেসমেন্টে আগুন লাগলেও শাটারের গেট ছিল বন্ধ। গেট কেটে ঢুকতে হয় দমকলকে। রিজার্ভারে জল থাকলেও পরিকাঠামো না থাকায় জল ব্যবহার করতে পারেনি দমকল। শেষপর্যন্ত দমকলের ৯টি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

আগুন লাগার খবরে ঘটনাস্থলে পৌঁছন দমকলমন্ত্রী সুজিত বসু, বিধাননগরের মেয়র কৃষ্ণা চক্রবর্তী। শপিং মলের আগুন আশপাশের আবাসনে ছড়িয়ে পড়ার আশংকা ছিল। দমকলের তৎপরতায় তেমনটা ঘটেনি।

First published: October 3, 2019, 9:11 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर