#কলকাতা: আগুন শিয়ালদহ বিগবাজারে ৷ বিগবাজারের দোতলায় আগুন লাগে ৷ অনুমান এসি মেশিন থেকেই লেগেছে আগুন ৷ আতঙ্ক ছড়িয়েছে এলাকায় ৷
আরও পড়ুন স্কুলের দেওয়াল নীল-সাদা রং করালে খরচ দেবে স্কুল শিক্ষা দফতর! বিতর্ক তুঙ্গে
আজ সকালবেলায় হঠাৎ করেই ধোঁয়া দেখা যায় শিয়ালদহ বিগবাজারে ৷মূলত দোতলা ও তিনতলা থেকেই ধোঁয়া দেখা যায় ৷ সঙ্গে সঙ্গেই খবর দেওয়া হয় দমকলে ৷ দমকলের ৩টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছেছে ৷ আগুনের উৎসস্থল খুঁজে সেখানে প্রবেশ করার চেষ্টা চালানো হচ্ছে ৷ কাঁচ ভেঙে সেই জায়গায় ঢুকেছেন দমকল কর্মীরা ৷ যেখানে ছোটদের জামা-কাপড় বিক্রি হয়, সেখানেই আগুন লেগেছে ৷
আরও পড়ুনধূলাগড়ের এটিএমে বাতিল নোটের ঘটনায় উদ্বিগ্ন এসবিআই, খতিয়ে দেখা হচ্ছে সিসিটিভি ফুটেজ
ক্ষয়ক্ষতির পরিমান জানা যায়নি ৷ যদিও সকালবেলায় এই ঘটনা ঘটায় বেশি কোন কর্মী ছিলেন না বিগবাজারের ভিতরে ৷ ফলে প্রাণহানির কোন আশঙ্কা নেই ৷ সবাইকে বাইরে নিয়ে আসা সম্ভব হয়েছে ৷ শিয়ালদহ স্টেশনের মত অত্যন্ত গুরুত্বপূণ এলাকায় এমন ঘটনায় উত্তেজানা ছড়িয়ে পড়েছে ৷ পরিস্থিতি স্বাভাববিক করার চেষ্টা চলছে ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Fire at big bazar, Kolkata fire news, Kolkata News, Sealdah big bazar fire