#কলকাতা: রাজাবাজারে চালপট্টিতে আগুন৷ বিধ্বংসী আগুনে ধোঁয়ায় ঢেকে গিয়েছে রাজাবাজার৷ আগুন নেভাতে দমকলের ১০ ইঞ্জিন পৌঁছেছে ঘটনাস্থলে৷ প্রথমে আঠা তৈরির কারখানায় আগুন লাগে৷ তারপর আঠার কারখানা থেকে আগুন ছড়িয়ে পড়ে৷ আঠার কারখানায় সিলিন্ডার বিস্ফোরণ হয়৷ তাই আগুন আরও ভয়াবহ চেহারা নেয়৷
আরও পড়ুন দুপুরে গরম বাড়তে থাকায় আলুর ফলন নিয়ে চিন্তিত কৃষকর
আগুন ছড়ায় ভোজ্য তেলের গুদামেও৷ দাহ্য বস্তু হওয়ায় দাউ দাউ করে জ্বলতে থাকে আগুন৷ এলাকার বাসিন্দারা প্রথমে আগুন নেভানোর কাজে হাত লাগান৷ তারপর দমকলকর্মীরা তৎপরতার সঙ্গে কাজ করেছেন বলে দাবি দমকলমন্ত্রী৷ আগুন আপাতত অনেকটাই নিয়ন্ত্রণে৷ কী কারণে আগুন লাগে, তা জানা যায়নি৷ ক্ষয়ক্ষতির পরিমাণ সামনে আসেনি৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।