#কলকাতা: বুধবার সকাল-সকালই ভয়াবহ আগুন লাগল খিদিরপুরের ফ্যান্সি মার্কেটের পাশে ফাইভ স্টার মার্কেটের বিল্ডিংয়ে ৷ মার্কেটের পাঁচ তলার গুদামে আগুন লাগে বলে খবর ৷
ভোর ৬টা ১০ মিনিট নাগাদ আগুন লাগে বলে স্থানীয় সূত্রে খবর ৷ প্রাথমিকভাবে অনুমান, এসি-তে শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে ৷ খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছে যায় দমকলের ১১টি ইঞ্জিন ৷ আগুন আপাতত নিয়ন্ত্রণে বলেই দমকলের পক্ষ থেকে জানানো হয়েছে ৷ মার্কেটের অগ্নিনির্বাপণ ব্যবস্থা সঠিক ছিল কি না, তা খতিয়ে দেখছেন দমকলকর্মীরা।