#কলকাতা: গল্ফগ্রিনের বাড়ি, টেকনিশিয়ান স্টুডিও হয়ে রবীন্দ্র সদন৷ সেখান থেকে কেওড়াতলা মহাশ্মশান৷ সম্ভবত করোনা অতিমারির কারণেই সংক্ষিপ্ত রাখা হচ্ছে সৌমিত্র চট্টোপাধ্যায়ের শেষ যাত্রা৷ তবে কিংবদন্তি অভিনেতাকে শেষ শ্রদ্ধা জানানোর সুযোগ পাবেন তাঁর ভক্তরা৷ সাধারণ মানুষের শ্রদ্ধাজ্ঞাপনের জন্য রবীন্দ্র সদনে দু' ঘণ্টা শায়িত থাকবে তাঁর মরদেহ৷
সৌমিত্র চট্টোপাধ্যায়ের মৃত্যুসংবাদ পেয়েই হাসপাতালে পৌঁছন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ তাঁর সঙ্গে আলোচনা করেই প্রয়াত অভিনেতার কন্যা পৌলমী বসু জানান, বেলভিউ হাসপাতাল থেকে বেলা ২ টো নাগাদ সৌমিত্রবাবুর মরদেহ বের করে প্রথমে গল্ফগ্রিনের বাড়িতে নিয়ে যাওয়া হবে৷ সেখান থেকে দেহ নিয়ে যাওয়া হবে টালিগঞ্জের টেকনিশিয়ান স্টুডিওতে৷ অভিনয় জগতের সঙ্গে যাঁরা যুক্ত তাঁরা সেখানেই প্রয়াত অভিনেতাকে শেষশ্রদ্ধা জানাবেন৷ এর পর বেলা সাড়ে তিনটের মধ্যে মরদেহ নিয়ে যাওয়া হবে রবীন্দ্র সদনে৷ সেখানেই সাড়ে তিনটে থেকে বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত সৌমিত্র চট্টোপাধ্যায়কে শেষ শ্রদ্ধা জানাতে পারবেন সাধারণ মানুষ৷
মুখ্যমন্ত্রী জানিয়েছেন, রবীন্দ্র সদন থেকে বিকেল সাড়ে পাঁচটায় মরদেহ বের করে পদযাত্রা করে কেওড়াতলা মহাশ্মশানে নিয়ে যাওয়া হবে৷ সামাজিক দূরত্ব বজায় রেখেই হবে শেষযাত্রা৷ মুখ্যমন্ত্রী জানিয়েছেন, কেওড়াতলা মহাশ্মশানে সন্ধে ৬.১৫ থেকে সাড়ে ৬টার মধ্য়ে রাজ্য সরকারের তরফ থেকে গান স্যালুট দিয়ে কিংবদন্তি অভিনেতাকে সম্মান জানানো হবে৷ এর পর হবে শেষকৃত্য৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।