হোম /খবর /কলকাতা /
রবীন্দ্র সদনে শেষ শ্রদ্ধা, কেওড়াতলায় গান স্যালুট দিয়ে শেষকৃত্য

রবীন্দ্র সদনে শেষ শ্রদ্ধা, কেওড়াতলায় গান স্যালুট দিয়ে শেষকৃত্য

১৯৭৬ সালে 'দত্তা' ছবির শ্য়ুটিং করতে পূর্ব মেদিনীপুরের মহিষাদলে এসে সৌমিত্র চট্টোপাধ্যায় খেয়েছিলেন শাঁকালু ফল! খাইয়েছিলেন এলাকার শাঁকালু চাষিরাই। যা খেয়ে খুব খুশিই হয়েছিলেন সৌমিত্র বাবু। Info-Sujit Bhowmik

১৯৭৬ সালে 'দত্তা' ছবির শ্য়ুটিং করতে পূর্ব মেদিনীপুরের মহিষাদলে এসে সৌমিত্র চট্টোপাধ্যায় খেয়েছিলেন শাঁকালু ফল! খাইয়েছিলেন এলাকার শাঁকালু চাষিরাই। যা খেয়ে খুব খুশিই হয়েছিলেন সৌমিত্র বাবু। Info-Sujit Bhowmik

সৌমিত্র চট্টোপাধ্যায়ের মৃত্যুসংবাদ পেয়েই হাসপাতালে পৌঁছন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷

  • Last Updated :
  • Share this:

#কলকাতা: গল্ফগ্রিনের বাড়ি, টেকনিশিয়ান স্টুডিও হয়ে রবীন্দ্র সদন৷ সেখান থেকে কেওড়াতলা মহাশ্মশান৷ সম্ভবত করোনা অতিমারির কারণেই সংক্ষিপ্ত রাখা হচ্ছে সৌমিত্র চট্টোপাধ্যায়ের শেষ যাত্রা৷ তবে কিংবদন্তি অভিনেতাকে শেষ শ্রদ্ধা জানানোর সুযোগ পাবেন তাঁর ভক্তরা৷ সাধারণ মানুষের শ্রদ্ধাজ্ঞাপনের জন্য রবীন্দ্র সদনে দু' ঘণ্টা শায়িত থাকবে তাঁর মরদেহ৷

সৌমিত্র চট্টোপাধ্যায়ের মৃত্যুসংবাদ পেয়েই হাসপাতালে পৌঁছন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ তাঁর সঙ্গে আলোচনা করেই প্রয়াত অভিনেতার কন্যা পৌলমী বসু জানান, বেলভিউ হাসপাতাল থেকে বেলা ২ টো নাগাদ সৌমিত্রবাবুর মরদেহ বের করে প্রথমে গল্ফগ্রিনের বাড়িতে নিয়ে যাওয়া হবে৷ সেখান থেকে দেহ নিয়ে যাওয়া হবে টালিগঞ্জের টেকনিশিয়ান স্টুডিওতে৷ অভিনয় জগতের সঙ্গে যাঁরা যুক্ত তাঁরা সেখানেই প্রয়াত অভিনেতাকে শেষশ্রদ্ধা জানাবেন৷ এর পর বেলা সাড়ে তিনটের মধ্যে মরদেহ নিয়ে যাওয়া হবে রবীন্দ্র সদনে৷ সেখানেই সাড়ে তিনটে থেকে বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত সৌমিত্র চট্টোপাধ্যায়কে শেষ শ্রদ্ধা জানাতে পারবেন সাধারণ মানুষ৷

মুখ্যমন্ত্রী জানিয়েছেন, রবীন্দ্র সদন থেকে বিকেল সাড়ে পাঁচটায় মরদেহ বের করে পদযাত্রা করে কেওড়াতলা মহাশ্মশানে নিয়ে যাওয়া হবে৷ সামাজিক দূরত্ব বজায় রেখেই হবে শেষযাত্রা৷ মুখ্যমন্ত্রী জানিয়েছেন, কেওড়াতলা মহাশ্মশানে সন্ধে ৬.১৫ থেকে সাড়ে ৬টার মধ্য়ে রাজ্য সরকারের তরফ থেকে গান স্যালুট দিয়ে কিংবদন্তি অভিনেতাকে সম্মান জানানো হবে৷ এর পর হবে শেষকৃত্য৷

Published by:Debamoy Ghosh
First published:

Tags: Mamata Banerjee, Soumitra Chatterjee