#কলকাতা: সুজিত অধিকারীর মৃত্যুর ঘটনায় মল্লিকবাজারের ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্সেস (আইএনকে) হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ দায়ের করলেন মৃতের পিসি৷ এই অভিযোগের ভিত্তিতেই হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির জেরে মৃত্যুর অভিযোগ এনে ৩০৪ (এ) ধারায় মামলা রুজু করেছে পুলিশ৷
গত ২৩ তারিখ হাসপাতালের আট তলার এইচডিইউ ইউনিটে ভর্তি করা হয়েছিল লেকটাউনের দক্ষিণদাঁড়ির বাসিন্দা সুজিতকে৷ এ দিন সেই ওয়ার্ডেই নিজের বেডের পাশের জানলা খুলে কার্নিশে নেমে পড়েন সুজিত৷
আরও পড়ুন: ছেলের ডাকেও ফিরলেন না, স্ত্রীর মৃত্যুতেই বদলে যান লেকটাউনের সুজিত
দীর্ঘ আড়াই ঘণ্টার চেষ্টাতেও তাঁকে উদ্ধার করতে ব্যর্থ হয় দমকল এবং বিপর্যয় মোকাবিলা বাহিনী৷ শেষ পর্যন্ত কার্নিশ থেকে হাত ফস্কে নীচে পড়ে গুরুতর আহত হন সুজিত৷ মাথায়, বুকে গুরুতর আঘাত লাগে তাঁর৷ ওই হাসপাতালেই ফের চিকিৎসা শুরু হয় আহত যুবকের৷ অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে ভেন্টিলেশনে রাখা হয়েছিল৷ শেষ পর্যন্ত আজ সন্ধ্যায় মৃত্যু হয় তাঁর৷
সুজিত অধিকারীর পিসি বাসন্তী অধিকারী আইএনকে হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে বেনিয়াপুকুর থানায় অভিযোগ দায়ের করেন৷ এ দিন রাতেই ঘটনাস্থলে যায় ফরেন্সিক দল৷ ঘটনাস্থল থেকে বেশ কিছু নমুনাও সংগ্রহ করেছে তারা৷ ফরেন্সিক দলের অনুমান, প্রায় ৯০ ফুট উচ্চতা থেকে নীচে পড়েন সুজিত৷ ইতিমধ্যেই সুজিতের দেহ ময়নাতদন্তের জন্য এনআরএস হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Accident