কলকাতা: নবম-দশম নিয়োগে বিকৃত OMR শিটে চাকরিপ্রাপকরা আরও কোণঠাসা।বিকৃত OMR শিটে চাকরিপ্রাপকের মামলা খারিজ করলেন বিচারপতি বিশ্বজিৎ বসু। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মতই বিচারপতি বিশ্বজিৎ বসু মামলা খারিজ করলেন।
বিচারপতি বিশ্বজিৎ বসু পর্যবেক্ষণ, "এসএসসি সাইটে প্রকাশিত বিকৃত OMR শিট আমার নয়, কেন বলতে পারছে না মামলাকারী চাকরিপ্রাপক ?এই প্রশ্ন এড়িয়ে যাচ্ছে বিকৃত OMR এ চাকরিপ্রাপক? কেন আশ্রয় নিতে হচ্ছে সিবিআই ফৌজদারি আদালতে চলা মামলার ভবিষ্যতের দিকে।সিবিআই তদন্তে সিঁদুরে মেঘ না দেখলে বিকৃত OMR শিটে চাকরিপ্রাপক কেন হাইকোর্টের দ্বারস্থ? যতক্ষণ না বিকৃত OMR শিটের চাকরিপ্রাপক বলবে এসএসসি ওয়েবসাইটে প্রকাশিত বিকৃত OMR শিট তাঁর, হাইকোর্ট কেন তাঁর আবেদন বিবেচনায় আনবে? এমন আবেদন বিকৃত OMR শিটে চাকরিপ্রাপকদের হিতে বিপরীত হবে।"
আরও পড়ুন: লটারি কাটেন? সাবধান হন আজই! যা ঘটনা ঘটছে বাংলায়, সর্বস্ব খুইয়ে ফেলতে পারেন
সওয়ালে এসএসসি আইনজীবী জানান,নবম-দশমের ওই ৯৫২ বিকৃত OMR শিট কমিশন খতিয়ে দেখে তা গ্রহণ করেছে৷ একই রকমের আবেদন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চে হয়। মামলা খারিজ করেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। ১ টাকা জরিমানা করে সিঙ্গেল বেঞ্চ। সেই নির্দেশ ডিভিশন বেঞ্চে চ্যালেঞ্জ হয়েছে, যা এখন বিচারাধীন। এই অবস্থায় অন্য এক সিঙ্গেল বেঞ্চে (বিচারপতি বিশ্বজিৎ বসু বেঞ্চ) একই আবেদনে আবারও মামলা। এই মামলা খারিজ করা হোক, সওয়াল সিবিআইয়ের।
একজন ভূগোলের শিক্ষক আদালতে আবেদন করেন, তাঁর রোল নম্বর দিয়ে ওএমআর শিট প্রকাশ করেছে এসএসসি। এক সংস্থা থেকে উদ্ধার হওয়া ওই OMR sheet-এর সত্যতা নিয়ে সন্দেহ আছে। আইনজীবী ফিরদৌস সামিম জানান, 'আগেই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নবম-দশম শ্রেণির ওএমআর কারচুপি করে চাকরিপ্রাপকদের আবেদন খারিজ করে জরিমানা সহ। অনুরূপ মামলায় একই নির্দেশ দিলেন বিচারপতি বিশ্বজিৎ বসু। "
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Calcutta High Court