• Home
 • »
 • News
 • »
 • kolkata
 • »
 • সাড়ে ৬ লক্ষ টাকার জালনোট উদ্ধার, শহরে ধৃত ৩

সাড়ে ৬ লক্ষ টাকার জালনোট উদ্ধার, শহরে ধৃত ৩

জালনোট (ফাইল ছবি)

জালনোট (ফাইল ছবি)

গোপন সূত্রে খবর ছিল পুলিশের কাছে৷ সেই মতো বৃহস্পতিবার সকালে অভিযান চালায় কলকাতা পুলিশের স্পেশাল ফোর্স৷ ৩ জনকে গ্রেফতার করে পুলিশ৷ ধৃতদের কাছ থেকে সাড়ে ৬ লক্ষ টাকার জালনোট উদ্ধার করা হয়েছে৷

 • Share this:

  #কলকাতা: শহরে সাড়ে ৬ লক্ষ টাকার জালনোট গ্রেফতার করা হল ৩ জনকে৷ বুধবার সকালে এই ৩ জনকে পার্কস্ট্রিট এলাকা থেকে গ্রেফতার করে কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স৷ আজই ধৃতদের ব্যাঙ্কশাল কোর্টে তোলা হবে৷

  গোপন সূত্রে খবর ছিল পুলিশের কাছে৷ সেই মতো বৃহস্পতিবার সকালে অভিযান চালায় কলকাতা পুলিশের স্পেশাল ফোর্স৷ ৩ জনকে গ্রেফতার করে পুলিশ৷ ধৃতদের কাছ থেকে সাড়ে ৬ লক্ষ টাকার জালনোট উদ্ধার করা হয়েছে৷ ধৃতদের মধ্যে দু জন মালদহের বাসিন্দা ও একজন উত্তর দিনাজপুরের বাসিন্দা৷

  এর আগে এপ্রিলে কলকাতা থেকে উদ্ধার হয় আড়াই লক্ষ টাকার জালনোট৷ এন্টালি থেকে উদ্ধার হয় জাল আড়াই লক্ষ টাকা৷ গ্রেফতার করা হয় সাহাবুল শেখ নামের এক যুবককে৷ সেও মালদহেরই বাসিন্দা৷

  আরও ভিডিও: উদ্ধার ৭ লক্ষ টাকার জালনোট ! হেয়ার স্ট্রিট থানা এলাকা থেকে গ্রেফতার ২

  First published: