#কলকাতা: একের পর এক সিগন্যাল পার হচ্ছে একটি গাড়ি। ব্লু বেকন লাইট ঘুরছে। গাড়ির সামনে লেখা ভারত সরকার। মিনিস্ট্রি অফ ডিফেন্স। রাস্তায় ট্রাফিক পুলিসের কর্মীরা সবাই স্যালুট দিচ্ছেন। চলন্ত গাড়ির যেটুকু দেখা যাচ্ছে, তাতে বোঝা যাচ্ছে সামনে নিরাপত্তারক্ষী। পিছনে উঁচু পদমর্যাদার কোনও অফিসার বসে। কিন্তু একটু পর পর বদলে যাচ্ছে গাড়ির নম্বর। কখনও এএসও ওয়ান বিই -৪৭১৬। কখনও জেএইচও ওয়ান এএন-৬২৫৮। কোনও হাইড রোডে পৌঁছতেই বদলে গেল ছবিটা। হঠাৎ করেই বেশ কয়েকজন ভাল চেহারার আটকাল সেই গাড়িটাকে। প্রকাশ্যে এল দেশের অন্যতম কুখ্যাত মাদক চোরাচালানচক্র। উদ্ধার হল কয়েক কোটি টাকার মাদক। দুষ্কৃতীদের গ্রেফতার করল এসটিএফ৷
আরও পড়ুন ১০ বছর পর পুরোপুরি জেলমুক্ত ছত্রধর মাহাত, ফেরার অপেক্ষায় লালগড়
ধরা পড়ল ঝাড়খণ্ড থেকে আসা তিন দুষ্কৃতী। আর এই প্রথম কলকাতা পুলিশ মামলা করল, জাতীয় পতাকা ও জাতীয় প্রতীক অবমাননার। মাদক পাচারে জাতীয় পতাকা ও প্রতীক অবমাননার মামলা এর আগে কখনো হয়নি। ঝাড়খন্ডের এই টিম এর আগেও বহুবার কলকাতায় এসেছে। মাদক পাচারই এদের কাজ। সারা দেশেই এরা এই কাজ করে। তারাই ধরা পড়ল কলকাতায়৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।