• Home
 • »
 • News
 • »
 • kolkata
 • »
 • জালনোট কাণ্ডে এনআইএ হেফাজতে আসাদুল্লা

জালনোট কাণ্ডে এনআইএ হেফাজতে আসাদুল্লা

জাল নোটের কিংপিং আসাদুল্লা বিশ্বাসকে হেফাজতে নিল এনআইএ।

জাল নোটের কিংপিং আসাদুল্লা বিশ্বাসকে হেফাজতে নিল এনআইএ।

জাল নোটের কিংপিং আসাদুল্লা বিশ্বাসকে হেফাজতে নিল এনআইএ।

 • Share this:

  #কলকাতা: জাল নোটের কিংপিং আসাদুল্লা বিশ্বাসকে হেফাজতে নিল এনআইএ। বাইশে সেপ্টেম্বর তাকে গ্রেফতার করে সিআইডি। এতদিন সিআইডি হেফাজতে ছিল কালিয়াচকের পঞ্চায়েত সমিতির সদস্য আসাদুল্লা।

  ধৃতকে হেফাজতে চেয়ে মঙ্গলবার নগর দায়রা আদালতে আবেদন করে এনআইএ। আসাদুল্লাকে জেরা করে জাল নোটের কারবার সম্পর্কে আরও তথ্য মিলতে পারে। এমনকী কোন পথে জালনোট ভারতে ঢোকে সেই বিষয়েও তথ্য মিলতে পারে। আদালতে এই দাবি করে আসাদুল্লাকে হেফাজতে চায় এনআই। ধৃতকে ২০ এপ্রিল পর্যন্ত এনআইএ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।

  First published: