#কলকাতা: বিমানেই হল সন্তান প্রসব ! মায়ের পেট থেকে বেরিয়ে ছোট্ট শিশু আকাশপথেই দেখল পৃথিবীর আলো ৷ এমনই এক ঘটনা ঘটল মঙ্গলবার সকাল সকাল ৷ থাইল্যান্ডের এক মহিলা আকাশপথেই জন্ম দিলেন তাঁর সন্তানের ৷
#Correction Qatar Airways flight from Doha to Suvarnabhumi Airport* (Bangkok) made emergency landing at Kolkata Airport around 3.15 am today, after 23-yr-old Thai national gave birth onboard the flight. Both mother&baby are fine; have been shifted to a private hospital in Kolkata pic.twitter.com/ehYJeR4zgU
— ANI (@ANI) February 4, 2020
খবর অনুযায়ী, দোহা থেকে ব্যাংকক যাচ্ছিল কাতার এয়ারলাইন্সের একটি বিমান ৷ প্লেনেরও ভিতরই প্রসব যন্ত্রণা শুরু হয় থাইল্যান্ডের এক মহিলার ৷ মহিলাকে সাহায্যের জন্য এগিয়ে আসেন বিমানসেবিকারা ৷ অবশেষে, বিমানের ভিতরই সন্তান প্রসব করেন মহিলা ৷ আর সেই কারণেই কলকাতা বিমানবন্দরে এমারজেন্সি ল্যান্ডিং করতে হয় দোহা-বোমান কাতার এয়ারলাইন্সের বিমানটিকে ৷ মহিলা এখন ভর্তি রয়েছেন শহরের এক বেসরকারি হাসপাতালে ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।