#কলকাতা: অবশেষে শেষ হল পাঁচ রাজ্যের ম্যারাথন নির্বাচন। ২০২১ বিধানসভা নির্বাচনে সারা দেশের নজর বাংলায় (West Bengal Exit Poll)। বেশির ভাগ সমীক্ষাই (সাতটির মধ্যে পাঁচটিতে) বলছে বাংলায় দখলদারি বজায় রাখতে চলেছে তৃণমূলই। অসমে আরও একবার থাকতে পারে বিজেপি সরকার। তামিলনাড়ুতে ক্ষমতায় থাকছে এম কে স্ট্যালিনের ডিএমকে। আর কেরালায় আরও একবার বাম ঝড়ের সম্ভাবনা থাকছে।(Assembly Election Exit Poll 2021)
কাোভিডের মধ্যেও ৮ দফায় নির্বাচন হয়েছিল এই রাজ্যে। অন্য দিকে অসমে তিন দফায়। এ ছাড়া তামিলনাড়ু, কেরল ও পুদুচেরিতে এক দফায় ভোট প্রক্রিয়া সম্পন্ন হয়েছে ৬ এপ্রিল। এই পাঁচ রাজ্যে ভোটের ফল প্রকাশিত হবে ২ মে। প্রশ্ন উঠতে শুরু করে কেন বাংলা ভোটে আটটি দফা। ভোট চলাকালীনই প্রবল ভাবে বাড়তে থাকে কোভিড সংক্রমণ। এই নিয়েই প্রচারে ঝড় তুলতে থাকেন মমতা বন্দ্যোপাধ্যায়। শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলি চালনাও শোরগোল ফেলে দেয়। এই ঘটনাপ্রবাহই কি মমতাকে ডিভিডেন্ট দিল? বুথ ফেরত সমীক্ষা মানলে ধরতে হবে হ্যাঁ ।
সি ভোটার
তৃণমূল- ১৫২-১৬৪ / বিজেপি -১০৯-১২১ / মোর্চা-১৪-২৫/ অন্যান্য- ০
সিএএক্স
তৃণমূল- ১২৮-১৩২/ বিজেপি- ১৩৮ থেকে ১৪৮/ মোর্চা ১১-২১
টাইমস নাও
তৃণমূল ১৫৮/ বিজেপি ১১৫/ মোর্চা ১৯
পি মার্কের সমীক্ষাও এগিয়ে রাখছে তৃণমূলকেই। তাঁরা বলছে তৃণমূল পেতে পারে ১৫২-১৭২টি আসন।
অন্য দিকে কেরলে বুথ ফেরত সমীক্ষায় হাসি চওড়া হচ্ছে পিনারাই বিজয়নের। কেরল বিধানসভায় ক্ষমতা দখলের জন্য দরকার ৭১ আসন। ইন্ডিয়া টুডে অ্যাক্সিস মাই ইন্ডিয়া একজিট পোলে সিপিএম নেতৃত্বাধীন LDF পেতে চলেছে ১০৪-১২০ আসন, কংগ্রেসের নেতৃত্বাধীন ইউনাইটেড ডেমোক্রোটিক ফ্রন্ট (ইউডিএফ) পেতে পারে ২০-৩৬ আসন, আর বিজেপি পেতে পারে ০-২ আসন, অন্যান্যরা পেতে পারে ০-২ আসন। এবিপি সি ভোটার বা সিএনএক্সের সমীক্ষাতেও এগিয়ে রাখা হয়েছে কেরলকেই।
এদিকে চোদ্দ লক্ষ মানুষের ভোগান্তির আখ্যান কাজ নাও করতে পারে অসমে। অন্তত বুথ ফের সমীক্ষা তাইই বলেছে। ইন্ডিয়া টুডে-অ্যাক্সিসের সমীক্ষায় দেখা যাচ্ছে বিজেপি পেতে পারে ৭৫-৮৫টি আসন। কংগ্রেসকে সেখানে দেওয়া হচ্ছে ৪০-৫০ আসন। রিপাব্লিক টিভি-সিএনএক্স সমীক্ষাও ৭৪-৮৪ আসনে এগিয়ে রাখছে বিজেপিকে।
অন্য দিকে তামিলনাড়ুতে বজায় থাকতে পারে তামিল অস্মিতাই। চাণক্যের হিসেব অন্তত তাইই বলছে। সেখানে স্ট্যলিনের দল ডিএমকে-কে ১৭৫টা আসন দিচ্ছে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: BJP, TMC, West Bengal Assembly Election 2021