Home /News /kolkata /
হুগলিতে মাদকসহ ধৃত প্রাক্তন ফুটবলার

হুগলিতে মাদকসহ ধৃত প্রাক্তন ফুটবলার

নিজস্ব চিত্র

নিজস্ব চিত্র

 • Last Updated :
 • Share this:

  #হুগলি: মণিপুরী গাঁজা হুগলির এক পাচারকারীকে দেওয়ার কথা ছিল আমজাদের। কে সেই পাচারকারী? ধৃত প্রাক্তন ফুটবলার ও তাঁর সঙ্গীদের জিজ্ঞাসাবাদ করছেন তদন্তকারীরা। আমজাদ আলি খানের গ্রেফতারিতে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছে পরিবার। তাঁকে ফাঁসানো হয়েছে বলে দাবি আমজাদের স্ত্রীর। ফুটবলারদের সঙ্গে অপরাধ জগতের যোগ নতুন নয়। এর আগেও অপরাধমূলক কাজের সঙ্গে নাম জড়িয়েছে একাধিক ফুটবলারের।

  এবার মাদক পাচারে জড়িয়ে গেল প্রাক্তন ফুটবলারের নাম। বুধবার বন্দর থেকে বিপুল পরিমাণের গাঁজাসহ গ্রেফতার প্রাক্তন ফুটবলার আমজাদ আলি খান। মণিপুর থেকে কলকাতায় আসছিল ট্রাক ভর্তি গাঁজা ৷ বন্দরের ১২ নম্বর গেটে মাল খালাসের জন্য দাঁড়িয়ে ছিল ট্রাক ৷ গোপন সূত্রে খবর পেয়ে হানা দেয় এসটিএফ ৷ ৫৪৫ কেজি উৎকৃষ্টমানের মণিপুরী গাঁজা-সহ গ্রেফতার প্রাক্তন ফুটবলার আমজাদ আলি খান ৷ ধরা পড়ে তাঁর ৩ সঙ্গীও ৷

  আরও পড়ুন 

  উচ্চমাধ্যমিকে নম্বর বাড়ল হাজার হাজার পরীক্ষার্থীর, মূল্যায়নে ভুল করা শিক্ষকদের তলব সংসদের

  ধৃত চারজনকে জেরা করে উঠে এসেছে একাধিক তথ্য। প্রায় ৩ বছর ধরে গাঁজা পাচারের কাজের সঙ্গে যুক্ত আমজাদ ৷ বর্তমানে লিঙ্কম্যানের কাজ করছিলেন এই প্রাক্তন ফুটবলার ৷ মণিপুরের গাঁজা হুগলির ১ পাচারকারীকে দেওয়ার কথা ছিল ৷ হুগলি থেকে ওই গাঁজা কোথায় পাচারের কথা ছিল জেরার মাধ্যমে জানতে চাইছেন তদন্তকারীরা। যদিও পরিবারের দাবি, আমজাদকে ফাঁসানো হয়েছে। মাদক পাচারের কথা কিছু জানতেন না স্ত্রী। আমজাদের গ্রেফতারিতে হতবাক তপসিয়ার সেকেন্ড লেনের বাসিন্দারাও।

  আরও পড়ুন 

  স্নাতক হলেই মিলবে সুযোগ, রাজ্য সরকারের এই দফতরে বিপুল কর্মী নিয়োগ

  অপরাধমূলক কাজকর্মের সঙ্গে ফুটবলারদের যোগ নতুন নয়। ষষ্ঠী দুলে, দীপঙ্কর রায় হাতকাটা দিলীপের সঙ্গে যুক্ত থাকার কারণে গ্রেফতার হন। অভিজিৎ নামে এক ফুটবলারের নাম জড়ায় ডাকাতিতে। ঘুষকাণ্ডে জড়িয়ে যায় সুভাষ ভৌমিকের নাম। এবার সেই তালিকায় জুড়ে গেল আমজাদ আলি খানের নাম।

  First published:

  Tags: Ex Footballer arrested, Ex Footballer arrested with manipuri ganja, Manipuri ganja