#কলকাতা: শনিবার সকালে হঠাৎই সোশ্যাল মিডিয়ায় রটে যায়, পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের শারীরিক অবস্থা অত্যন্ত খারাপ। ঝড়ের গতিতে সেই খবর ছড়িয়ে পড়ে। পরিস্থিতি এতদূর গড়ায় যে শেষ পর্যন্ত সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্রকে বিবৃতি দিয়ে জানাতে হয়, প্রাক্তন মুখ্যমন্ত্রী সুস্থই আছে।
দুপুরের পর দেওয়া বিবৃতিতে সূর্যকান্ত মিশ্র জানিয়েছেন, ‘যে খবর ছড়ানো হচ্ছে তা ভিত্তিহীন। গুজবে কান দেবেন না। কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য সুস্থ আছেন।’ সূত্র মারফত জানা গিয়েছে, নিত্য শারীরিক অসুস্থতার বাইরে আর নতুন করে বুদ্ধবাবুর শরীর খারাপ হয়নি। তিনি পাম অ্যাভিনিউয়ের বাড়িতেই আপাতত রয়েছেন। নতুন করে কোনও শারীরিক সমস্যা দেখা দেয়নি।
গত সেপ্টেম্বর মাসে একবার ফুসফুসের সমস্যা নিয়ে দক্ষিণ কলকাতার একটি হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। পরে সুস্থ হয়ে দু’দিনের মধ্যেই বাড়ি ফিরে যান। তারপর থেকে বাড়িতেই আছেন, নতুন করে কোনও সমস্যা তৈরি হয়নি তাঁর।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Buddhadeb Bhattacharya, CPM, Health of buddhadeb bhattacharya