হোম /খবর /কলকাতা /
গুরুতর অসুস্থ বুদ্ধদেব ভট্টাচার্য, শ্বাসকষ্টজনিত সমস্যায় ভর্তি করা হল হাসপাতালে

গুরুতর অসুস্থ বুদ্ধদেব ভট্টাচার্য, শ্বাসকষ্টজনিত সমস্যায় ভর্তি করা হল হাসপাতালে

অসুস্থ বুদ্ধদেব ভট্টাচার্য।

অসুস্থ বুদ্ধদেব ভট্টাচার্য।

এ দিন তাঁকে উডল্যান্ড নার্সিংহোমে ভর্তি করা হয়েছে।

  • Last Updated :
  • Share this:

#কলকাতা: গুরুতর অসুস্থ প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। ব্যক্তিগত চিকিৎসকের পরামর্শে এ দিন তাঁকে উডল্যান্ড নার্সিংহোমে ভর্তি  করা হয়েছে। সূত্র মারফত জানা গিয়েছে, তাঁর শ্বাসকষ্টের সমস্যা রয়েছে।

গত কয়েকদিন ধরেই তাঁর শারীরিক অবস্থা ঠিক যাচ্ছিল না। গতকাল থেকেই তাঁর শ্বাসকষ্ট বাড়ছিল। দীর্ঘদিন ধরেই তাঁর সিওপিডির সমস্যা ছিল। নতুন করে শ্বাসকষ্ট বাড়ায় কোন রকম ঝুঁকি না নিয়ে বুদ্ধদেব ভট্টাচার্যের ব্যক্তিগত চিকিৎসকের পরামর্শে তাঁকে বুধবার দুপুরে আলিপুরের উডল্যান্ড হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দেখা যায় তাঁর অক্সিজেন মাত্রা কমে গিয়েছে অনেকটাই। তড়িঘড়ি তাঁর প্রয়োজনীয় শারীরিক পরীক্ষা করা শুরু হয়। চেস্ট এক্স রে, ইসিজি সিটি স্ক্যান-সহ অন্যান্য জরুরি পরীক্ষা করা হচ্ছে। চিকিৎসকরা জানাচ্ছেন, এখনই তাঁর শারীরিক অবস্থা সম্বন্ধে কোনও কিছু বলা সম্ভব নয়। আপাতত তাঁকে আইসিউতে রাখা হয়েছে। হাসপাতালে রয়েছেন তাঁর স্ত্রী ও কন্যা। সূত্রের খবর কিছুক্ষণেই সেখানে পৌঁছবেন বাম নেতৃত্বরা।

শেষ কয়েক বছরে নিজেকে কিছুটা অন্তরালেই নিয়ে গিয়েছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী। সম্প্রতি তাঁর শারীরিক পরিস্থিতির খবর নিতে সস্ত্রীক তাঁর বাড়িতে পৌঁছে গিয়েছিলেন রাজ্যপাল জগদীপ ধনখড়। এ যাবৎ নিয়মিত তাঁর শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।

এই খবরটি সবেমাত্র ধরানো হয়েছে। পাঠককে অল্প কিছুক্ষণে এই বিষয়ে বিশদে জানানো হবে। বিস্তারিত জানতে অনুগ্রহ করে পাতাটি রিফ্রেশ করুন।

Published by:Arka Deb
First published:

Tags: Buddhadeb Bhattacharjee, Buddhadeb Bhattacharjee Hospitalised, Cpim