#কলকাতা: এখনই শীত নয়। তবে শীতের আমেজ জোরাল হবে এ সপ্তাহেই। গোটা রাজ্যেই ২ থেকে ৩ ডিগ্রি তাপমাত্রা কমবে বলে জানাল হাওয়া অফিস।
বারান্দার রোদ্দুরে খবরের কাগজ আর ধোঁয়া ওঠা কফি। আদুরে রোদে পিঠ পেতে কমলালেবুর কোয়া... শীতের স্বপ্নে বিভোর বাংলা। ক্যালেন্ডারে নভেম্বরের ১৭ পেরিয়েছে। কিন্তু শীত এখনই ধরা দিতে চায় না।
হাওয়া অফিসও বলছে সকাল সন্ধেয় আমেজ মিলবে। কিন্তু শীত অধরাই। চলতি সপ্তাহেই তাপমাত্রা নামবে ১৮ ডিগ্রিতে। সপ্তাহজুড়ে স্বাভাবিকের থেকে ২-৩ ডিগ্রি কম থাকবে তাপমাত্রা। জম্মু-কাশ্মীরে গত সপ্তাহেই বরফ পড়েছে। উত্তর-পশ্চিম হিমেল হাওয়াতেও কোনও বাধা নেই। এই দুয়ের আশীর্বাদেই শীতের আমেজ রাজ্যে।