Home /News /kolkata /
এবার যাদবপুরের ইঞ্জিনিয়ারিং পড়ুয়ারা পাবেন বিশেষ এই সুযোগ

এবার যাদবপুরের ইঞ্জিনিয়ারিং পড়ুয়ারা পাবেন বিশেষ এই সুযোগ

যাদবপুর বিশ্ববিদ্যালয়

যাদবপুর বিশ্ববিদ্যালয়

এবার যাদবপুরের ইঞ্জিনিয়ারিং পড়ুয়ারা পাবেন বিশেষ সুযোগ

 • Share this:

  #কলকাতা: যাদবপুরে ইঞ্জিনিয়ারিং পড়ুয়াদের বিশেষ সুযোগ। আইআইটি খড়গপুরের ধাঁচে বিষয় বদলানোর সুযোগ পাবেন ইঞ্জিনিয়ারিং পড়ুয়ারা । দ্বিতীয় বর্ষের ইঞ্জিনিয়ারিং পড়ুয়ারা এই সুযোগ পাবেন।

  অনেক সময়ে পড়ুয়ারা ইঞ্জিনিয়ারিংয়ে বিষয় নির্বাচনের সময় দ্বিধাগ্রস্থ হয়ে পড়েন ৷ বিষয় নির্বাচনের পর কোনও বিষয় ভাল না লাগলে বা তাতে খামতি রয়ে গেলে তার প্রভাব পড়ে পড়ুয়ার সার্বিক ফলাফলের উপর ৷ বিষয় পরিবর্তনের সুযোগ না থাকায় সেই অপছন্দের বিষয়কেই চার বছর বয়ে চলতে হয় পড়ুয়াদের ৷ অনেক সময় শুধুমাত্র ওই একটি বিষয়ের জন্যই ইঞ্জিনিয়ারিং চার বছর শেষে পড়ুয়ার পারফর্মমেন্স দুর্বল হয়ে যায় ৷ এই সমস্ত কারণেই দ্বিতীয় বর্ষে বিষয় পরিবর্তনের একটি সুযোগ দিতে চায় যাদবপুর বিশ্ববিদ্যালয় ৷

  আগামী শিক্ষাবর্ষ থেকেই এই ব্যবস্থা কার্যকরের সিদ্ধান্ত যাদবপুর বিশ্ববিদ্যালয়ের​ ৷ তবে প্রথম বর্ষে ভাল রেজাল্ট করলেই পড়ুয়াদের এই সুযোগ দেওয়া হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ৷

  First published:

  Tags: Engineering Students, Engineering students of Jadavpur University, IIT KHARAGPUR, Jadavpur University

  পরবর্তী খবর