#কলকাতাঃ ইডি দফতরে পৌঁছেছেন চিত্র শিল্পী শুভাপ্রসন্ন। ১৮ মার্চের মধ্যে শিল্পীর হাজিরা দেওয়ার কথা ছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের দফতরে। সেই মতোই আজ সকালে ইডি দফতরে পৌঁছন তিনি। সূত্রে খবর, আধার কার্ড, আইটি রিটার্ন-সহ বেশ কিছু নথি তাঁকে জমা দেওয়ার নির্দেশ দেইওয়া হয়েছিল। সেগুলো জমা দিতেই আজ সিজিও কমপ্লেক্সে যান তিনি।
উল্লেখ্য, এই একই মামলায় নোটিস দেওয়া হয়েছে তৃণমূল নেতা সমীর চক্রবর্তীকে। গত ১২ মার্চ তাঁকে হাজিরা দিতে বলা হয়েছিল তাঁকে। এর আগে এই একই ঘটনায় জিজ্ঞাসাবাদ করা হয়েছে ফুটবল কর্তা দেবব্রত সরকারকে।
সারদা মামলায় সম্প্রতি ২ বার জেরা করা হয়েছে তৃণমূল নেতা কুণাল ঘোষকে। গত লেকাসভা নির্বাচনের সময়ে একবার শুভাপ্রসন্নকে সারদা মামলায় জেরা করেছিল সিবিআই। এবার তাঁকে তলব করে ইডি। গোয়েন্দা দফতর সূত্রে জানা গিয়েছে, সেই সময় একটি চ্যানেল চিত্রশিল্পী শুভাপ্রসন্ন ভট্টাচার্যের কাছ থেকে দ্বিগুণ দরে বেশ কয়েকটি ছবি কিনেছিল। সুদীপ্ত সেন কেন এত দাম দিয়ে সেই সমস্ত ছবি কিনেছিলেন, সেই তথ্য পুরোপুরি নিশ্চিত হয়ে জানার জন্য ইডি তাঁকে তলব করে। এর আগেও তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়। সারদার মালিকের কাছ থেকে একাধিকভাবে লাভবান হয়েছিলেন শুভাপ্রসন্ন। এমনকি তাঁকে একাধিক অনুষ্ঠানেও দেখা গিয়েছে।
পাশাপাশি, নিউটাউনের আর্টস একরে প্রচুর টাকা নিয়োগ করেছিল শুভাপ্রসন্ন। সেই সমস্ত আর্থিক লেনদেনের বিষয়ে সম্পর্কে জানার জন্য তলব বলে জানা গিয়েছে।