#কলকাতা: আজই কেটে দেওয়া হবে আপার বাড়ির ইলেকট্রিসিটি কানেকশন। আজই অমুখ সময়ে কেটে দেওয়া হবে কানেকশন। সঙ্গে একটা ফোন নম্বর দেওয়া। বলা হচ্ছে, সেটাই নাকি ইলেকট্রিসিটি অফিসারের নম্বর। আপনি কি এমন কোনও মেসেজ ফোনে পেয়েছেন এখনও?
অনেকেই এমন মেসেজ পেয়েছেন। কেউ পাতা ফাঁদে পা দিয়ে ফেলেছেন। কেউ উপস্থিত বুদ্ধি কাজে লাগিয়ে এড়িয়ে গিয়েছেন পাতা ফাঁদ। তবে কলকাতা পুলিশ তাদের কর্তব্য করছে। সাধারণ নাগরিককে সতর্ক করল তারা। এমন মেসেজ আসলে চোরদের পাতা নতুন ফাঁদ।
জামতাড়া গ্যাং-এর কথা আমরা এক এখন প্রায় প্রত্য়েকেই জানি। আমরা অনেকেই হয়তো সেই জামতাড়ার শিকার হয়েছি। অথবা আত্মীয়-স্বজনদের সর্বস্বান্ত হওয়ার খবর শুনেছি। তবে অনেকেই এই নতুন ফাঁদ সম্পর্কে হয়তো শুনিনি। তাই আরও একবার সতর্ক করল কলকাতা পুলিশ। জানিয়ে দেওয়া হল, এমন মেসেজ ফোনে এলে পাতা ফাঁদে পা দেওয়া যাবে না।
আরও পড়ুন- ব্যাঙ্ক কর্তাকে ছেলের মতো ভরসা করেছিলেন বৃদ্ধ, মাশুল গুনলেন ৩৭ লক্ষ টাকা
প্রযুক্তি উন্নত হওয়ায় বিড়ম্বনা বেড়েছে। এখন অনেকেই সাইবার ক্রাইম-এর শিকার হন। বিশেষ করে বয়স্করা অনেকেই সাইবার চোরদের পাতা ফাঁদে পা দিয়ে লক্ষ লক্ষ টাকা খুইয়েছেন। পুলিশ বারবার এই ধরণের অনলাইন চুরির হাত থেকে বাঁচার পথ বলে দেয়। তবে চোরেরা ধূর্ত কম নয়! তারা এমন পরিস্থিত তৈরি করে যাতে অনেকেই ব্যাঙ্ক ডিটেইলস বলে দেয় পাতা ফাঁদে পা দিয়ে।
কলকাতা পুলিশের তরফে এদিন সোশ্যাল মিডিয়ায় লেখা হয়েছে-
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Cyber Crime, Kolkata Police