#LokSabhaElections2019: সোশ্যাল মিডিয়ায় কড়া নজর কমিশনের

Bangla Editor | News18 Bangla
Updated:Mar 19, 2019 01:17 PM IST
#LokSabhaElections2019: সোশ্যাল মিডিয়ায় কড়া নজর কমিশনের
Bangla Editor | News18 Bangla
Updated:Mar 19, 2019 01:17 PM IST

#কলকাতা: এবার সোশ্যাল মিডিয়ায় কড়া নজর নির্বাচন কমিশনের ৷ মঙ্গলবারই সোশ্যাল মিডিয়ার প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবে কমিশন ৷ আদর্শ নির্বাচনী বিধি নিয়ে আলোচনা হবে বৈঠকে ৷ সোশ্যাল মিডিয়ার প্রতিনিধিদের সঙ্গে কথা বলবেন নির্বাচন কমিশনের আধিকারিকরা ৷

এর পাশাপাশি ২৪ ঘণ্টা নির্বাচন কমিশনের নজরে থাকবেন রাজনীতিবিদরা। প্রার্থীরা প্রচারে গিয়ে কোনও নির্বাচনী বিধি ভাঙছেন কিনা, তা নজর রাখবে কমিশন। যাঁরা প্রার্থী নন, নজরে থাকবেন তাঁরাও।

দিনের ২৪ ঘণ্টাই নিউজ চ্যানেলে সম্প্রচার হওয়া সমস্ত নির্বাচন সংক্রান্ত খবরে নজর থাকবে কমিশনের। এর জন্য খোলা হয়েছে মিডিয়া ওয়াচ কনট্রোলরুমও। কমিশনের অ্যাপে যা অভিযোগ জমা পড়ছে, তা দেখে ব্যবস্থা নেবে কমিশন। বিধি ভাঙলেই কমিশনের কোপে পড়তে হবে রাজনৈতিক নেতা-নেত্রীদের। স্বতঃপ্রণোদিত হয়ে পদক্ষেপ করার সিদ্ধান্ত কমিশনের।

First published: 01:17:15 PM Mar 19, 2019
পুরো খবর পড়ুন
Loading...
अगली ख़बर