হোম /খবর /কলকাতা /
কমিশনের নজরে মমতার 'দুয়ারে রেশন' ঘোষণা, রিপোর্ট তলব

কমিশনের নজরে মমতার 'দুয়ারে রেশন' ঘোষণা, রিপোর্ট তলব

মমতার অভিযোগের জবাব দিল কমিশন৷

মমতার অভিযোগের জবাব দিল কমিশন৷

আগামিকাল, বুধবার তৃণমূলের ইস্তেহার প্রকাশ করার কথা মমতা বন্দ্যোপাধ্যায়ের৷ এই ইস্তেহারেও তৃণমূলের অন্যতম বড় প্রতিশ্রুতি হতে চলেছে এই 'দুয়ারে রেশন' প্রকল্প৷

  • Last Updated :
  • Share this:

#কলকাতা: ক্ষমতায় এলে মানুষের বাড়িতে পাঠিয়ে দেওয়া হবে রেশন৷ আর কার্ড হাতে রেশন দোকানে লাইন দিতে হবে না৷ গত দু' দিন ধরে পুরুলিয়া এবং বাঁকুড়ার সভা থেকে একাধিকবার এই প্রতিশ্রুতি শোনা গিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে৷ যে প্রকল্পের নাম দেওয়া হয়েছে 'দুয়ারে রেশন'৷

মুখ্যমন্ত্রীর এই ঘোষণাই এই নির্বাচন কমিশনের নজরে৷ সূত্রের খবর, 'দুয়ারে রেশন' প্রকল্পের ঘোষণা করে মুখ্যমন্ত্রী আদর্শ আচরণ বিধির লঙ্ঘন করেছেন কি না, সে বিষয়ে পুুরুলিয়া জেলা প্রশাসনের কাছ থেকে স্বতঃপ্রণোদিত রিপোর্ট চেয়ে পাঠিয়েছে কমিশন৷ কারণ নির্বাচন ঘোষণা হয়ে গেলে নতুন কোনও প্রকল্পের ঘোষণা করা যায় না৷ শুধু জেলা প্রশাসনের রিপোর্টই নয়, সোমবার পুরুলিয়ায় মুখ্যমন্ত্রীর সভার ভিডিও রেকর্ডিংও চেয়ে পাঠিয়েছে কমিশন৷

মুখ্যমন্ত্রী এ দিনও বাঁকুড়ার সভা থেকে বলেছেন, 'এখন আমরা বিনামূল্যে রেশন দিচ্ছি৷ দু' মাস পর থেকে আর রেশন দোকানে লাইন দিতে হবে না৷ আপনাদের বাড়িতেই রেশন পৌঁছে যাবে৷'

আগামিকাল, বুধবার তৃণমূলের ইস্তেহার প্রকাশ করার কথা মমতা বন্দ্যোপাধ্যায়ের৷ এই ইস্তেহারেও তৃণমূলের অন্যতম বড় প্রতিশ্রুতি হতে চলেছে এই 'দুয়ারে রেশন' প্রকল্প৷

'দুয়ারে রেশন'-এর ঘোষণা করে মমতা বন্দ্যোপাধ্যায় আদৌ আদর্শ আচরণবিধি ভাঙেননি বলেই দাবি করেছেন তৃণমূল সাংসদ সৌগত রায়৷ তিনি বলেন, 'এখনও কমিশনের চিঠি দেখিনি, ফলে বলতে পারব না তারা কী নিয়ে প্রশ্ন তুলেছেন৷ আর কমিশন চিঠি পাঠানো মানেই তো কাউকে দোষী সাব্যস্ত করা নয়৷ দিল্লিতেও তো বাড়ি বাড়ি রেশন পাঠিয়ে দেওয়া হয়৷'

বিজেপি নেতা শমীক ভট্টাচার্য বলেন, 'কমিশন কী বলেছে সেটা নিয়ে আমরা ভাবিত নই৷ আর এই সরকার কী প্রতিশ্রুতি দিল তাঁর কোনও বিশ্বাসযোগ্যতাই নেই৷ কারণ এরা আর ক্ষমতায় ফিরছে না৷ এর পর হয়তো বলবে যে কেউ অসুস্থ হলে বাড়িতে ওষুধ, ডাক্তার পৌঁছে প্রয়োজনে অস্ত্রোপচারও করিয়ে দেবে৷'

Published by:Debamoy Ghosh
First published:

Tags: Mamata Banerjee