#কলকাতা: আগামী সপ্তাহেই রাজ্যে আসছে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। বুধবার সন্ধ্যেবেলাতেই অসম থেকে কলকাতা চলে আসছেন কমিশনের ফুল বেঞ্চের সদস্যরা। নির্বাচন কমিশন সূত্রে খবর বৃহস্পতিবার দফায় দফায় বৈঠক এবং শুক্রবার সকালে কয়েক দফা বৈঠক করেই শুক্রবার বিকেলে দিল্লি ফিরে যাবেন কমিশনের ফুল বেঞ্চের সদস্যরা। সূত্রের খবর কলকাতার মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে ইতিমধ্যেই নির্বাচন কমিশন থেকে এই বিষয় সম্পর্কে জানানো হয়েছে। তাহলে কি ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি রাজ্যে বিধানসভা ভোটের ঘোষণা হতে পারে? অন্তত এমনটাই জল্পনা শুরু হয়েছে। যদিও কমিশনের আধিকারিকদের মতে ফেব্রুয়ারির মাঝামাঝি বা শেষের দিকেই বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করা হতে পারে।
বুধবারই রাজ্যে জেলাশাসক ও পুলিশ সুপারদের নিয়ে বৈঠক করেছিলেন ডেপুটি ইলেকশন কমিশনার। বৈঠকে একাধিক নির্দেশ দিয়েছিলেন ডেপুটি ইলেকশন কমিশনার। বিশেষত যে এলাকাগুলিতে এখনো পর্যন্ত অশান্তি রয়েছে সেখানে ১০০% শান্তির পরিবেশ ফিরিয়ে আনতে হবে। শুধু তাই নয় বুধবারের বৈঠকেই একপ্রকার জানিয়ে দেওয়া হয়েছিল এবার কর্তব্যে গাফিলতির অভিযোগ এলে সরাসরি অপসারণ করে দেওয়া হবে। কোন শোকজের পথে হাঁটবে না নির্বাচন কমিশন।
সূত্রের খবর শুক্রবার সকালেই ডেপুটি ইলেকশন কমিশনার সুদীপ জৈন এরাজ্যের বিস্তারিত রিপোর্ট নিয়ে কমিশনের ফুল বেঞ্চের সদস্যদের সঙ্গে বৈঠক করেন। মূলত এ রাজ্যের বেশ কিছু অংশ নিয়ে কমিশন যে চিন্তিত গত বুধবারের বৈঠকেই তার ইঙ্গিত মিলেছে। সূত্রের খবর নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ যাবতীয় রিপোর্ট নিয়ে এই রাজ্যের সব জেলাশাসক ও পুলিশ সুপারদের নিয়ে বৈঠক করবে।তারপর মুখ্য সচিব,স্বরাষ্ট্র সচিব সহ রাজ্যের প্রশাসনিক আধিকারিকদের নিয়ে বৈঠক করবে কমিশনের ফুল বেঞ্চ। রাজনৈতিক দলগুলির প্রতিনিধিদের নিয়ে বৈঠক করার কথা রয়েছে কমিশনের ফুল বেঞ্চের সদস্যদের। সেটাতে রাজনৈতিক দলগুলির তরফ এ কি কি অভিযোগ আসে নির্বাচন পরিচালনা নিয়ে সেটিও জানার চেষ্টা করবেন কমিশনের ফুল বেঞ্চের সদস্যরা।
কমিশন সূত্রে খবর কমিশনের ফুল বেঞ্চ এরাজ্যে এসেই আইন-শৃঙ্খলার উপরেই বাড়তি গুরুত্ব দিতে চলেছে। সে ক্ষেত্রে জেলাশাসক ও পুলিশ সুপারদের নিয়ে বৈঠকের পর কমিশন সিদ্ধান্ত নেবে এ রাজ্যে বিধানসভার ভোট কত দফাতে হতে পারে। শেষবারের লোকসভা নির্বাচনে রাজ্যে সাত দফায় অনুষ্ঠিত হয়েছিল। সে ক্ষেত্রে এ রাজ্যে বিধানসভা নির্বাচন ৭ দফা তেই হবে নাকি দফা কমতে পারে তা নিয়ে কার্যত ফুল বেঞ্চ ফিরে যাওয়ার পরেই চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে যাবে।
সোমরাজ বন্দ্যোপাধ্যায়