#কলকাতা: ভোট প্রচারে আপত্তিকর মন্তব্য় করে আদর্শ আচরণ বিধি ভাঙার অভিযোগ৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) প্রচারে উপর ২৪ ঘণ্টার নিষেধাজ্ঞা জারি করল নির্বাচন কমিশন৷ আজ, ১২ এপ্রিল রাত ৮টা থেকে আগামিকাল, মঙ্গলবার রাত ৮টা পর্যন্ত এই নিষেধাজ্ঞা জারি থাকবে৷ ফলে এই সময়ের মধ্যে ভোট প্রচারে অংশ নিতে পারবেন না তৃণমূলনেত্রী৷
গত ৭ এবং ৮ এপ্রিল মমতা বন্দ্যোপাধ্যায়কে শো-কজ করে দু'টি নোটিস পাঠিয়েছিল নির্বাচন কমিশন৷ সেই নোটিসের জবাবও দেন মুখ্যমন্ত্রী৷ কিন্তু মুখ্যমন্ত্রীর জবাবে সন্তুষ্ট না হয়েই তাঁর প্রচারে নিষেধাজ্ঞা জারি করল কমিশন৷
মুখ্যমন্ত্রী যে ধরনের বক্তব্য রাখছেন, তাতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে বলে নির্দেশিকায় অভিযোগ করেছে নির্বাচন কমিশন৷
আগামিকাল চারটি সভা ছিল মুখ্যমন্ত্রীর৷ কৃষ্ণগঞ্জ, কল্যাণী, বারাসত ছাড়াও বিধাননগরে জনসভা ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের৷ কিন্তু কমিশনের সিদ্ধান্তে মঙ্গলবার কোনও প্রচারই করতে পারবেন না মুখ্যমন্ত্রী৷
April 12.
BLACK DAY in our democracy. — Derek O'Brien | ডেরেক ও'ব্রায়েন (@derekobrienmp) April 12, 2021
কমিশনের এই নির্দেশে প্রত্যাশিত ভাবেই কড়া প্রতিক্রিয়া দিয়েছে তৃণমূল৷ তৃণমূল সাংসদ ডেরেক ও' ব্রায়েন ট্যুইট করে বলেছেন, '১২ এপ্রিল গণতন্ত্রের পক্ষে কালো দিন৷' তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ বলেন, 'বিজেপি-র শাখা সংগঠনের কাজ করছে নির্বাচন কমিশন৷ মানুষ এর জবাব দেবে৷' তৃণমূলের প্রশ্ন, কেন দিলীপ ঘোষ সহ বিজেপি নেতারা পরের পর বিতর্কিত মন্তব্য করলেও তাঁদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হচ্ছে না?
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।