হোম /খবর /কলকাতা /
মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচারে ২৪ ঘণ্টা নিষেধাজ্ঞা, বেনজির নির্দেশ কমিশনের

EC Bans Mamata Banerjee: মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচারে ২৪ ঘণ্টা নিষেধাজ্ঞা, বেনজির নির্দেশ নির্বাচন কমিশনের

গত ৭ এবং ৮ এপ্রিল মমতা বন্দ্যোপাধ্যায়কে শো-কজ করে দু'টি নোটিস পাঠিয়েছিল নির্বাচন কমিশন৷

  • Last Updated :
  • Share this:

#কলকাতা: ভোট প্রচারে আপত্তিকর মন্তব্য় করে আদর্শ আচরণ বিধি ভাঙার অভিযোগ৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) প্রচারে উপর ২৪ ঘণ্টার নিষেধাজ্ঞা জারি করল নির্বাচন কমিশন৷ আজ, ১২ এপ্রিল রাত ৮টা থেকে আগামিকাল, মঙ্গলবার রাত ৮টা পর্যন্ত এই নিষেধাজ্ঞা জারি থাকবে৷ ফলে এই সময়ের মধ্যে ভোট প্রচারে অংশ নিতে পারবেন না তৃণমূলনেত্রী৷

গত ৭ এবং ৮ এপ্রিল মমতা বন্দ্যোপাধ্যায়কে শো-কজ করে দু'টি নোটিস পাঠিয়েছিল নির্বাচন কমিশন৷ সেই নোটিসের জবাবও দেন মুখ্যমন্ত্রী৷ কিন্তু মুখ্যমন্ত্রীর জবাবে সন্তুষ্ট না হয়েই তাঁর প্রচারে নিষেধাজ্ঞা জারি করল কমিশন৷

মুখ্যমন্ত্রী যে ধরনের বক্তব্য রাখছেন, তাতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে বলে নির্দেশিকায় অভিযোগ করেছে নির্বাচন কমিশন৷

আগামিকাল চারটি সভা ছিল মুখ্যমন্ত্রীর৷ কৃষ্ণগঞ্জ, কল্যাণী, বারাসত ছাড়াও বিধাননগরে জনসভা ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের৷ কিন্তু কমিশনের সিদ্ধান্তে মঙ্গলবার কোনও প্রচারই করতে পারবেন না মুখ্যমন্ত্রী৷

কমিশনের এই নির্দেশে প্রত্যাশিত ভাবেই কড়া প্রতিক্রিয়া দিয়েছে তৃণমূল৷ তৃণমূল সাংসদ ডেরেক ও' ব্রায়েন ট্যুইট করে বলেছেন, '১২ এপ্রিল গণতন্ত্রের পক্ষে কালো দিন৷' তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ বলেন, 'বিজেপি-র শাখা সংগঠনের কাজ করছে নির্বাচন কমিশন৷ মানুষ এর জবাব দেবে৷' তৃণমূলের প্রশ্ন, কেন দিলীপ ঘোষ সহ বিজেপি নেতারা পরের পর বিতর্কিত মন্তব্য করলেও তাঁদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হচ্ছে না?

Published by:Debamoy Ghosh
First published: