#কলকাতা: আট দফায় হতে চলেছে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন৷ আগামী ২৭ মার্চ থেকে শুরু হতে চলেছে ভোট গ্রহণ৷ মুখ্য নির্বাচন কমিশনার সুনীল কুমার অরোরা এ দিন দিল্লিতে এই নির্ঘণ্ট ঘোষণা করেছেন৷ ফল ঘোষণা করা হবে ২ মে৷ পশ্চিমবঙ্গ সহ পাঁচ রাজ্যের নির্বাচনী নির্ঘণ্ট এ দিন ঘোষণা করেছেন মুখ্য নির্বাচন কমিশনার৷
২৭ মার্চের পর পরের দফাগুলি যথাক্রমে ১ এপ্রিল, ৬ এপ্রিল, ১০ এপ্রিল, ১৭ এপ্রিল, ২২ এপ্রিল, ২৬ এপ্রিল এবং শেষ দফার ভোট গ্রহণ ২৯ এপ্রিল৷ ২ মে হবে ভোট গণনা এবং ফলপ্রকাশ৷ গত বিধানসভা নির্বাচনে ৭ দফায় ভোট হয়েছিল রাজ্যে৷ এ দিন যে পাঁচটি রাজ্যে ভোট ঘোষণা হয়েছে, তার মধ্যে পশ্চিমবঙ্গেই ৮ দফায় নির্বাচন হচ্ছে৷ এ ছাড়া অসমে ভোট হবে ৩ দফায়৷ তামিলনাড়ু এবং কেরলের সব আসনে ভোট হবে একদিনেই৷
নির্বাচন কমিশনের ঘোষণ অনুযায়ী জঙ্গলমহলের জেলাগুলি দিয়েই এবার পশ্চিমবঙ্গে নির্বাচন শুরু হচ্ছে৷ প্রথম দুই দফাতেই জঙ্গলমহলের জেলাগুলিতে ভোট হবে৷ শুধুমাত্র দক্ষিণ চব্বিশ পরগণার ভোট হবেই তিন ভাগে৷
অসমে তিন দফায় ভোট হবে৷ ২৭ মার্চ, ১ এপ্রিল এবং ৬ এপ্রিল৷ কেরলে একদিনেই সব বিধানসভার ভোট গ্রহণ হবে ৬ এপ্রিল৷ কেরলের মতো তামিলনাড়ুতেও ২৩৪ আসনে একদিনেই ভোট হবে ৬ এপ্রিলেই৷ পুদুচেরির ৩০ আসনেও ৬ এপ্রিলই ভোটগ্রহণ হবে৷ ভোটের নির্ঘণ্ট ঘোষণা হওয়ার সঙ্গে সঙ্গেই আদর্শ আচরণবিধি লাগু হয়ে গেল৷