#কলকাতাঃ মনোনয়ন পেশের দিন নন্দীগ্রামে গুরুতর আহত হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আঘাত গুরুতর হওয়ায় নন্দীগ্রাম থেকে গ্রিন করিডর করে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। সেখানে দু-দিন বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্বাবধানে চিকিৎসার পরে শুক্রবার বিকেলে একপ্রকার জোর করেই বাড়ি ফেরেন তিনি। হুইলচেয়ারের সাহায্য নিয়েই বাড়ি ফিরেছেন তিনি।
এ দিকে, শুক্রবার পেশ করা মুখ্যসচিবের রিপোর্টে সন্তুষ্ট নয় নির্বাচন কমিশন। ফের রিপোর্ট তলব করেছে কমিশন। এ বারে পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপারের থেকে রিপোর্ট তলব করা হয়েছে কমিশনের তরফে। মুখ্যমন্ত্রী বাড়ি থেকে কখন বেরিয়ে ছিলেন কটার সময় কোন কোন মন্দিরে গিয়েছিলেন, দুরঘটনার সময় নিরাপত্তারক্ষী কতজন ছিলেন, এলাকায় সাধারণ মানুষের ভিড় কেমন ছিল, তার বিস্তারিত রিপোর্ট ২৪ ঘণ্টার মধ্যে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
উল্লেখ্য, এর আগে পুলিশ সুপার ৮ পাতার রিপোর্ট পাঠান কমিশনকে। কমিশন সুত্রে খবর, জেলা পুলিশের পাঠানো তথ্যের ভিত্তিতে যে রিপোর্ট তৈরি হয়েছে তাতে কীভাবে আঘাত লাগল তার উল্লেখ নেই। তাই মুখ্যসচিবের থেকে ফের রিপোর্ট চাইল নির্বাচন কমিশন। আজ সন্ধের মধ্যে বিস্তারিত রিপোর্ট তলব কমিশনের। সূত্রের খবর, নন্দীগ্রামের ঘটনা নিয়ে আজ বৈঠক করতে পারে কমিশন।