#দিল্লি: নন্দীগ্রামে ভোটের আগে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী এজেন্ট শেখ সুফিয়ান এবং আর এক তৃণমূল নেতা আবু তাহের৷ কলকাতা হাইকোর্টের রায় খারিজ করার দাবি জানিয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছেন দুই তৃণমূল নেতা৷
নন্দীগ্রামে তৃণমূলের অন্যতম গুরুত্বপূর্ণ নেতা শেখ সুফিয়ান এবং আবু তাহের৷ নন্দীগ্রাম আন্দোলনের সময় আরও অনেক তৃণমূল নেতাকর্মীর মতো তাঁদের বিরুদ্ধে মামলা দায়ের করেছিল পুলিশ৷ সেই শেখ সুফিয়ানই এবার নন্দীগ্রামে মুখ্যমন্ত্রীর নির্বাচনী এজেন্ট হয়েছেন৷
২০০৭ সালে শেখ সুফিয়ানদের বিরুদ্ধে তৎকালীন বাম সরকার যে এফআইআর দায়ের করেছিল, ক্ষমতায় আসার পর সেই এফআইআর প্রত্যাহার করে নিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার৷ কিন্তু কিছু দিন আগে একটি জনস্বার্থ মামলায় করা আবেদনের ভিত্তিতে ওই এফআইআর ফের পুনর্বহাল করার নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট৷ এর ফলে ফের নতুন করে ওয়ারেন্ট জারি করা হয় ওই এফআইআর-এ অভিযুক্তদের বিরুদ্ধে৷
এ দিন সুপ্রিম কোর্টে দায়ের করা মামলায় দুই তৃণমূল নেতা আবেদন করেন, ওয়ারেন্ট জারি হওয়ায় তাঁরা নন্দীগ্রামে ঢুকতে পারছেন না৷ অথচ নন্দীগ্রামে প্রার্থী তাঁদের দলনেত্রী৷ এই অবস্থায় তাঁদের পক্ষে নির্বাচনী কাজকর্মে অংশগ্রহণ করাও সম্ভব হচ্ছে না৷ ফলে কলকাতা হাইকোর্টের নির্দেশ খারিজ করার আবেদন নিয়েই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন শেখ সুফিয়ান ও আবু তাহের৷ যদিও আবেদন শোনার পর প্রধান বিচারপতি শরদ অরবিন্দ বোবদে বলেন, 'রাজনীতিতে এমন ঘটনা হতেই পারে৷ তবে আমরা আপনাদের আবেদন হোলির ছুটির পরে শুনব৷ '
নন্দীগ্রামে ভোট আগামী ১ এপ্রিল৷ ফলে হাতে খুব বেশি সময় নেই৷ দুই তৃণমূল নেতার আইনজীবী বিকাশ সিংহ বিষয়টি বিচারপতিদের নজরে আনেন৷ তখন প্রধান বিচারপতি জানান, ছুটির মধ্যেই এই আবেদনের শুনানি হবে৷ সূত্রের খবর, সম্ভবত সোমবার মামলার শুনানি হতে পারে শীর্ষ আদালতে৷
Rajib Chakrabortyনিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Mamata Banerjee, Nandigram, TMC, West Bengal Assembly Election 2021