৩৫ বি নাকতলা রোডে একটি ফ্ল্যাটে ভয়াবহ অগ্নিকাণ্ড৷ রাত তিনটে নাগাদ অগ্নিদ্বগ্ধ হয়ে মৃত্যু হয় ফ্ল্যাটের মধ্যে খাঁচা বন্ধ ৮টি বিড়াল ও ১টি কুকুরের৷ ঘটনাস্থলে আসে নেতাজি নগর থানার পুলিশ, তদন্ত চলছে৷ ফ্ল্যাটের আবাসিকদের অভিযোগ ফ্ল্যাট মালিক অন্যত্র থাকেন৷ তবে ফ্ল্যাট মালিক মনে করছেন কেউ আগুন লাগিয়ে থাকতে পারে৷
বুধবার দুপুরে শহরের বুকে ভয়াবহ অগ্নিকাণ্ড হয়৷ দমদম নাগেরবাজার ডায়মন্ড সিটি বিল্ডিং-এর ১৬ তলায় আগুন লাগে৷ ঘটনাস্থলে পৌঁছয় দমকলের একাধিক ইঞ্জিন৷ বহুক্ষণের প্রচেষ্টায় ভিতরে আটকে পড়া দের বাইরে আনা হয়৷ আসেন উপস্থিত হয়েছেন দমকলমন্ত্রী সুজিত বসুও৷ দমকল আসার আগেই স্থানীয় যুবকরাই উদ্ধারের কাজ শুরু করেছিল। খুব তাড়াতাড়িই বাসিন্দাদের নামিয়ে আনা সম্ভব হয়। পরপর শহরে দুটি অগ্নিকাণ্ড আতঙ্ক বাড়াচ্ছে৷
আরও পড়ুন: গরু পাচার কাণ্ডে এবার বিরাট পদক্ষেপ সিবিআইয়ের, তলবের তালিকায় দারুণ চমক!
অবশ ফ্ল্যাট মালিক এটিকে নিছক অগ্নিকাণ্ড বলে ভাবছেন না৷ পাল্টা ষড়যন্ত্রের অভিযোগ তুলছেন তিনি। কেউ আগুন লাগিয়ে দিয়ে থাকতে পারেন বলেই তাঁর ধারণা। অভিযোগ, এর আগে নাকি বিষ দিয়ে কুকুর মেরে ফেলা হয়েছিল। রাস্তার কুকুর বিড়ালদের এখানে আশ্রয় দেন তিনি।
বছরকয়েক আগে এন আর এস মেডিক্যাল কলেজের ভিতরে ১৬টি কুকুরছানাকে পিটিয়ে মারার ঘটনায় শোরগোল পড়েছিল। সম্প্রতি জোকা মেট্রো সংলগ্ন ওই আবাসন চত্বরে দফায় দফায় মোট চারটি কুকুরছানার দেহ মিলেছে। শহরের বুকে এহেন ঘটনা চিন্তা বাড়াচ্ছে পশুপ্রেমীদের৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Fire