corona virus btn
corona virus btn
Loading

মিলিয়ে দেয় উৎসব, কোরবানির ইদের আসরেই দুর্গাপুজোর মিটিং!

মিলিয়ে দেয় উৎসব, কোরবানির ইদের আসরেই দুর্গাপুজোর মিটিং!
Photo: News 18 Bangla
  • Share this:

#কলকাতা: মিলিয়ে দেয় উৎসব। কোরবানির ইদের আসরেই দুর্গাপুজোর মিটিং। হালিম, বিরিয়ানি, ফিরনির সঙ্গে তেলেভাজা, জিলিপি, কচুরির সৌহার্দ্য। হাতে-হাত। কাঁধে কাঁধ আলি,রহিম, রাজেশ, কাজলদের। চারদিকের অসহিষ্ণু আবহে এক অন্য সম্প্রীতির ছবি কলকাতার ফুলবাগানে ৷ সকাল থেকে ব্যস্ত নারকেলডাঙা মেইন রোডের শতাব্দী-প্রাচীন মৌলানা আবুল কালাম আজাদ জামা মসজিদ। কোরবানির ইদে বিশেষ নমাজের আয়োজন। দাওয়াতের এলাহি আয়োজন.....

নমাজ শেষ হতেই মসজিদে হাজির রাজেশ, কাজল সরকাররা। মসজিদের ঠিক উল্টোদিকেই তৈরি হচ্ছে দুর্গাপুজোর মণ্ডপ। পুজো কমিটির অনেক সদস্যই মুসলিম সম্প্রদায়ের। নমাজের পর মসজিদেই বসে দুর্গাপুজো নিয়ে মিটিং। বৈঠকে হাজির স্থানীয় পুলিশকর্তারাও। মিটিংয়ের আগে জমিয়ে কোলাকুলিটা অবশ্য বাদ যায়নি।

ইদ হোক বা দুর্গাপুজো.....উমা কিংবা নবি....বিভেদ নেই কিছুতেই....অষ্টমীতে কাজলের সঙ্গেই রাত জাগেন রহিম....নবমীর ভোগ বিতরণে ফতেমা থাকেন মণীষার সঙ্গে...বিজয়ার কোলাকুলির সঙ্গে ইদের আদাব......মিলেমিশে একাকার....উৎসবই পারে ধর্মকে মেলাতে...সার কথা বুঝেছেন কাদের, রাজেশরা।

চারদিকের অসহিষ্ণুতা চিড় ধরাতে পারেনি আজন্মের বন্ধুত্বে৷ সম্প্রীতির সুরে বাঁধা কোরবানির ইদ শেষ হয় মিষ্টিমুখে...গরম জিলিপির সঙ্গে মিশে যায় সেমুইয়ের স্বাদ৷ এ সম্প্রীতি বিশ্বাসের,দিনযাপনের৷ যে যাপনে মালিনতা নেই, আছে নির্ভরতা,আর এক বুক সহিষ্ণুতা৷

First published: August 13, 2019, 12:02 AM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर