#EgiyeBangla: বাদুড়দের জন্য বিশেষ পার্ক মধ্যমগ্রামে

#EgiyeBangla: বাদুড়দের জন্য বিশেষ পার্ক মধ্যমগ্রামে
এগিয়ে বাংলা

মধ্যমগ্রাম পুরসভার তিন নম্বর ওয়ার্ডে পাটুলি বাদুরতলা। একদিকে পীরসাহেবের থানা। একটি বটগাছে ঝুলে হাজারেরও বেশি বাদুর।

  • Share this:

#মধ্যমগ্রাম: মধ্যমগ্রাম পুরসভা তৈরি করেছে বায়ো ডাইভারসিটি পার্ক। মূলত বাদুরদের থাকার জন্য এই পার্ক তৈরি হয়েছে। মধ্যমগ্রামে বায়ো ডাইভারসিটি পার্কে বাদুর দেখতে বহুদূর থেকে মানুষ আসেন। জীববৈচিত্র্য বজায় রাখতে এই উদ্যোগ নেয় পুরসভা।

মধ্যমগ্রাম পুরসভার তিন নম্বর ওয়ার্ডে পাটুলি বাদুরতলা। একদিকে পীরসাহেবের থানা। একটি বটগাছে ঝুলে হাজারেরও বেশি বাদুর। পিছনে বাঁশ বাগানেও প্রচুর বাদুরের দেখা। বাঁচার উপযুক্ত পরিবেশ পেয়ে বছরের পর বছর এখানে থাকছে বাদুরেরা। আশপাশের গাছগাছালি থেকেই ফল খায় তারা। জীববৈচিত্র্য বজায় রাখতে বাদুরদের জন্য মধ্যমগ্রামে তৈরি হয়েছে বায়ো ডাইভারসিটি পার্ক। মধ্যমগ্রামের এই পার্কে বাদুর দেখতে আসেন বহু মানুষ। স্থানীয় বাসিন্দারাও এই প্রাণীদের সঙ্গে মিলে মিশে গিয়েছেন।

তীব্র আলোতে বাদুরদের সমস্যা হয়। তাই পার্কের আলোগুলি অনেক নীচে লাগানো হয়েছে। দিনদিন মধ্যমগ্রামের বায়ো ডাইভারসিটি পার্কের জনপ্রিয়তা বাড়ছে।

First published: November 5, 2019, 9:48 AM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर