#ইসলামপুর: প্রশাসনিক সুবিধার্থে ইসলামপুরকে আলাদা পুলিশ জেলার স্বীকৃতি দিয়েছে রাজ্য সরকার। পুলিশ জেলা হওয়ার পর ইসলামপুরের আইনশৃঙ্খলার উন্নতি হয়েছে। মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ দিয়েছেন ইসলামপুরের বাসিন্দারা।
ইসলামপুর,গোয়ালপোখর এবং চাকুলিয়া ব্লকের একদিকে বিহার সীমান্ত। বিহার থেকে সমাজবিরোধীরা উত্তর দিনাজপুরে এসে অপরাধ করে বিহারে গা ঢাকা দিত। রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর মুখ্যমন্ত্রী ইসলামপুরকে আলাদা পুলিশ জেলা করার সিদ্ধান্ত নিয়েছিলেন। অবশেষে এই সিদ্ধান্ত কার্যকর হয় আটই জুলাই। নয়ই জুলাই পুলিশ জেলার পুলিশ সুপার হিসেবে যোগ দেন শচীন মক্কার। ইসলামপুরের তিস্তা কলোিনতে ২৯ অগাস্ট পুলিশ জেলার অফিসের উদ্বোধন হয়। উদ্বোধন করেন উত্তরবঙ্গের আইজি আনন্দকুমার।
- চাকুলিয়া, গোয়ালপোখর, ইসলামপুর, চোপড়া থানা নিয়ে ইসলামপুর পুলিশ জেলা তৈরি হয়েছে
- ইসলামপুর পুলিশ জেলায় ৩ ডিএসপি পদমর্যাদার আধিকারিক
- ইসলামপুর পুলিশ জেলায় অতিরিক্ত পুিলশ সুপার পদমর্যাদার আধিকারিক
আগে কোনও সমস্যায় পড়লে একশ কিলোমিটার রাস্তা পেরিয়ে রায়গঞ্জে যেতে হত বাসিন্দাদের। এখন ইসলামপুর পুলিশ জেলা হওয়ার পর বাসিন্দারা খুব সহজেই পুলিশ সুপারকে তাঁদের সমস্যার কথা জানাতে পারছেন।
পুলিশ জেলা হওয়ার পর ইসলামপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে। মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন বাসিন্দারা।
- ইসলামপুর পুলিশ জেলা
- আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি
- পুলিশ সুপারকে দ্রুত সমস্যা জানানো যাচ্ছে
- মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ বাসিন্দাদের
- পুলিশ জেলার অফিসের উদ্বোধন ২৯ অগাস্ট