#কলকাতা: তিলজলার বাসিন্দা অনিতা কুমারের অভিযোগ পেয়েই ‘ডিম কাণ্ডে’ তড়িঘড়ি তদন্তে নামে পুলিশ এবং পুরসভার খাদ্য বিভাগ। অভিযোগের ভিত্তিতে পার্ক সার্কাসের এক ডিম বিক্রেতাকে আটক করেছে পুলিশ। ধৃত ডিম বিক্রেতার নাম শামিম আনসারি ৷ তার দোকানও সিল করা হয়েছে ৷ রান্নার সময়েই ধরা পড়ে নকল ডিম ৷ পার্ক সার্কাস থেকেই সেই প্লাস্টিক ডিম কিনছিলেন অনিতা কুমার ৷ আজ, শুক্রবার ধৃতকে আলিপুর আদালতে পেশ করা হবে ৷
সিন্থেটিক ডিম খেলে নষ্ট হতে পারে নার্ভাস মিস্টেম। এমনকী, ক্যানসারও হতে পারে বলে দাবি বিশেষজ্ঞদের। ডিমের খোলার ভিতরে প্লাস্টিকের স্তর। কুসুমের উপরও রয়েছে প্লাস্টিকের আস্তরণ। এমনই ডিমের হদিশ মিলেছে কলকাতায়।
কী কারণে সন্দেহ?
- ডিমের ভিতরে রয়েছে প্লাস্টিকের স্তর - কসুমও প্লাস্টিকের মত - ডিমের খোলা পোড়ালে প্লাস্টিক পোড়া গন্ধ - কয়েকটি ডিম থেকে পচা গন্ধ বের হচ্ছে
এই ধরনের ডিমের প্রভাব মারাত্মক বলে মত বিশেষজ্ঞদের।
- সিন্থেটিক ডিম হজম হয় না - নার্ভাস সিস্টেমের ক্ষতি করতে পারে - কিডনি ও লিভারের ক্ষতি করতে পারে - ক্যানসার হওয়ার সম্ভাবনা রয়েছে
এই ধরনের ডিম বাজারে এল কি করে ? তা খতিয়ে দেখছে পুলিশ। অসাধু ব্যবসার সঙ্গে আর কারা জড়িত তাও খতিয়ে দেখা হচ্ছে।নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Arrest, Artificial plastic eggs, Plastic Egg, Plastic Egg in Kolkata, প্লাস্টিকের ডিম