#কলকাতা: ভারতের বাজারে চিনা খেলনা আর আলোর ব্যাপক চাহিদা। কিন্তু করোনা ছড়াচ্ছে সেই চিন থেকেই। তাই ভারতে চিনা সামগ্রীর আমদানি বন্ধ। রাজ্যেও চিনা জিনিসের বাজারে ধস। ব্যবসায়ীদের মাথায় হাত।
চিনে তৈরি হওয়া খেলনা কিংবা চিনা আলোর ঝিকিমিকি। ভারতের বাজারজুড়ে চিনের জিনিসের দাপট। নানা কৌশলেও সেই বাজার ধরতে পারেনি বিভিন্ন দেশের নানা সংস্থা। কিন্তু করোনার দাপটে সেই বাজারেই ধাক্কা। চিনের জিনিস ভারতে আসা অনির্দিষ্টকালের জন্য বন্ধ। তথ্য বলছে,
- ভারতের খেলনা বাজারের ৮৫%-৯০% চিনের পকেটে
বাংলায় প্রায় ১ কোটি টাকার খেলনার বাজার। যার, - প্রায় ৮০ শতাংশ চাহিদা পূরণ করে চিনা খেলনা - রাজ্যে ১ লক্ষেরও বেশি মানুষ চিনা খেলনা ব্যবসায় যুক্ত - কলকাতায় ৩০ হাজার মানুষ চিনা খেলনা ব্যবসায় যুক্ত
খিদিরপুর বা চাঁদনি মার্কেটে চিনা সামগ্রীর পাইকারি বাজার। অনির্দিষ্ট কালের চিনের জিনিস আমদানি বন্ধ হওয়ায় কিছুদিনের মধ্যেই স্টক ফুরোনর অবস্থা। বাড়ছে দাম। ব্যবসা লাটে ওঠার জোগাড়।
চিনা আলো বা বৈদ্যুতিন সামগ্রীর বাজারেও মন্দা। জোগান কম থাকায় বেশি দামে বিক্রি করতে হচ্ছে সামগ্রী।
বিশেষজ্ঞরা বলছেন, এভাবে চললে ভারতে চিনা সামগ্রীর বাজার ব্যাপক ক্ষতির মুখে পড়তে চলেছে।