Home /News /kolkata /
গুজরাট বিধানসভার ফলাফল গভীর প্রভাব ফেলতে চলেছে এরাজ্যেও

গুজরাট বিধানসভার ফলাফল গভীর প্রভাব ফেলতে চলেছে এরাজ্যেও

গুজরাট বিধানসভার ফলাফল গভীর প্রভাব ফেলতে চলেছে এরাজ্যেও

 • Share this:

   #আহমেদাবাদ: গুজরাট বিধানসভা ফলের দিকে তাকিয়েই রাজ্য রাজনীতিতে ভেসে থাকতে চাইছে বিজেপি। মোদির গড়ে জয় আসছে ধরে নিয়েই রাজ্য ঘিরে পরিকল্পনা তৈরি করছে বিজেপি। কোনওভাবে গুজরাট হাতছাড়া হলে বা আসন কমলে অবশ্য সব পরিকল্পনাই বানচাল হবে।

  আশায় বাঁচে চাষা। রাজ্য বিজেপিরও অবস্থা অনেকটাই তেমনই। গুজরাটে ভালো ফল হবে সেই আশায় কর্মসূচি তৈরি করছে রাজ্য বিজেপি। ভালো ফল হলে কিছুটা অক্সিজেন মিলতে পারে। না হলে আরও কোণঠাসা হয়ে পড়ার আশঙ্কা ৷

  গুজরাট থেকে সুখবর আসবে। সেই আশাতেই ঢাক ঢোল পিটিয়ে ঘোষণা কর্মসূচি নিচ্ছে গেরুয়া শিবির।

  রাজ্য জুড়ে জনজাগরণ কর্মসূচি নিচ্ছে রাজ্য বিজেপি দার্জিলিং ও কালিম্পং ছাড়া সব জেলায় কর্মসূচী কর্মসূচিকে সামনে রেখে নতুনদের দলে টানার চেষ্টা জেলাভিত্তিক আন্দোলনের রূপরেখাও তৈরি করছে বিজেপি

  নয়া কর্মসূচির জন্য তিন শীর্ষনেতার নেতৃত্বে গঠিত হয়েছে তিনটি কমিটি।

  রাহুল সিনহার নেতৃত্বে কমিটিতে জর্জ বেকার ও লকেট চট্টোপাধ্যায় দিলীপ ঘোষের নেতৃত্বে কমিটিতে বাবুল সুপ্রিয় ও জয় বন্দ্যোপাধ্যায় মুকুল রায়ের নেতৃত্বে কমিটিতে রূপা গঙ্গোপাধ্যায় ও শমীক ভট্টাচার্য

  রাজ্য নেতৃত্বের এই কর্মসূচি নিয়েও সামনে চলে আসছে দিলীপ-মুকুল বিরোধ। মুকুল রায় রাজ্যজুডে একক কর্মসূচির উদ্যোগ নিলেও তাতে বেঁকে বসেছিলেন দিলীপ ঘোষ। পরিবর্তিত পরিস্থিতিতে মুকুলের সফর আর হচ্ছে না। উল্টে মুকুলের সঙ্গে আরও দুই নেতাকে জুড়ে দিয়ে এগিয়ে থাকলেন দিলীপই।

  জনজাগরণ কর্মসূচি হোক বা সাংগঠনিক শক্তি বাড়ানোর পরিকল্পনা - গুজরাট ধাক্কা খেলে যে সবটাই মুখ থুবড়ে পড়বে, ভালোমতোই মালুম পাচ্ছেন রাজ্য বিজেপি নেতৃত্ব। বাংলায় অক্সিজেন পেতে তাই আপাতত গুজরাটই ভরসা।

  First published:

  Tags: Gujarat Assembly Election Results, West Bengal Political Scenario

  পরবর্তী খবর