corona virus btn
corona virus btn
Loading

প্রাথমিক শিক্ষকদের অনশন প্রত্যাহারের আর্জি শিক্ষামন্ত্রীর, বদলির সিদ্ধান্ত নিয়ে পুনর্বিবেচনা

প্রাথমিক শিক্ষকদের অনশন প্রত্যাহারের আর্জি শিক্ষামন্ত্রীর, বদলির সিদ্ধান্ত নিয়ে পুনর্বিবেচনা
  • Share this:

#কলকাতা: অবশেষে অনশনকারীদের দাবি মেনে নিল সরকার ৷ প্রাথমিক শিক্ষকদের অনশন প্রত্যাহারের আর্জি জানালেন শিক্ষামন্ত্রী ৷ শিক্ষকদের আবেদনে সাড়া দিয়ে বেতন কাঠামো পরিবর্তন করছে রাজ্য সরকার ৷ একইসঙ্গে পদোন্নতির নীতি নিয়েও ভাবনা এবং বদলির সিদ্ধান্ত নিয়ে পুর্নবিবেচনার কথাও বৃহস্পতিবার ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ৷

বেতনবৃদ্ধির দাবিতে ও ১৪ জনের বদলির প্রতিবাদে অনশন আন্দোলনে প্রাথমিক শিক্ষকদের সংগঠন। ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন বা এনসিটিই-র নিয়ম মেনে বেতন কাঠামো তৈরির দাবি প্রাথমিক শিক্ষকদের। দাবি আদায়ে অনশন আন্দোলন চলছে। এরই মধ্যে অনশনের ১৩ তম দিনে প্রাথমিকে বেতনবৃদ্ধির ঘোষণা শিক্ষামন্ত্রীর ৷ একইসঙ্গে পার্থ চট্টোপাধ্যায় বলেন, ‘প্রাথমিক শিক্ষকরা প্রাপ্য পাবেন ৷ ১৪ জনের বদলির বিষয়ও দেখা হবে ৷ আর্থিক অবস্থা দেখেই সমস্যা সমাধান ৷’ প্রাথমিক শিক্ষকদের আশ্বাস শিক্ষামন্ত্রীর ৷

First published: July 25, 2019, 6:03 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर