• Home
 • »
 • News
 • »
 • kolkata
 • »
 • শিক্ষিকাদের নিজের জেলায় বদলির আশ্বাস শিক্ষামন্ত্রীর

শিক্ষিকাদের নিজের জেলায় বদলির আশ্বাস শিক্ষামন্ত্রীর

শিক্ষাঙ্গনে নিয়মশৃঙ্খলা বজায় রাখতে কঠোর বার্তা শিক্ষামন্ত্রীর। শিক্ষাক্ষেত্র কলুষিত হয়, এমন কাজকে কখনই প্রশ্রয় নয়। রাজ্য সবসময় পাশে আছে।

শিক্ষাঙ্গনে নিয়মশৃঙ্খলা বজায় রাখতে কঠোর বার্তা শিক্ষামন্ত্রীর। শিক্ষাক্ষেত্র কলুষিত হয়, এমন কাজকে কখনই প্রশ্রয় নয়। রাজ্য সবসময় পাশে আছে।

শিক্ষাঙ্গনে নিয়মশৃঙ্খলা বজায় রাখতে কঠোর বার্তা শিক্ষামন্ত্রীর। শিক্ষাক্ষেত্র কলুষিত হয়, এমন কাজকে কখনই প্রশ্রয় নয়। রাজ্য সবসময় পাশে আছে।

 • Pradesh18
 • Last Updated :
 • Share this:

  #কলকাতা: শিক্ষাঙ্গনে নিয়মশৃঙ্খলা বজায় রাখতে কঠোর বার্তা শিক্ষামন্ত্রীর। শিক্ষাক্ষেত্র কলুষিত হয়, এমন কাজকে কখনই প্রশ্রয় নয়। রাজ্য সবসময় পাশে আছে। শিক্ষক দিবসের অনুষ্ঠানে এমনই মন্তব্য করলেন পার্থ চট্টোপাধ্যায়ের। স্নেহ-ভালবাসা দিয়েই আন্দোলন-বিক্ষোভ দূর করার পরামর্শ শিক্ষামন্ত্রীর। একইসঙ্গে, শিক্ষিকাদের নিজের জেলাতেই বদলির পক্ষে সওয়াল করেছেন তিনি।

  কখনও জয়পুরিয়া, কখনও কেশপুর, কখনও স্কটিশ চার্চ কখনও বা শান্তিপুর কলেজ। কলেজে রাজনৈতিক গন্ডগোলের জেরে পড়াশোনা বন্ধ হয়েছে। তার আঁচ এসে পড়েছে অধ্যাপক-অধ্যাপিকাদের ওপর। দলের ছাত্র সংগঠনের নাম জড়়িয়ে যাওয়ায় বারবারই অস্বস্তিতে পড়েছে তৃণমূল কংগ্রেস সরকার। শিক্ষাক্ষেত্রে নিয়মশৃঙ্খলা বজায় রাখতে এবার কঠোর বার্তা দিলেন শিক্ষামন্ত্রী। অধ্যক্ষ-উপাচার্যদের বোঝালেন প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেওয়া হলেও পাশে আছে সরকার।

  প্রয়োজনে স্নেহ-ভালবাসা দিয়েই সমস্যা সমাধানে দাওয়াই দিয়েছেন শিক্ষামন্ত্রী। একইসঙ্গে, পার্থ চট্টোপাধ্যায়ের পরামর্শ, শিক্ষকদেরও অন্তত ৭৫ শতংশ ক্লাস নিতে হবে। শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানান, ‘স্কুল ও কলেজের শিক্ষিকারা যাতে বাড়ির কাছে চাকরি পান তার চেষ্টা করছি ৷’ রাজ্যে শিক্ষক নিয়োগ নিয়ে মুখ্যমন্ত্রীর সুরই শোনা গিয়েছে পার্থ চট্টোপাধ্যায়ের গলায়। একাধিক মামলা নিয়ে, নাম না করে ঘুরিয়ে খোঁচা দিয়েছেন বামেদেরই। জাতীয় ক্ষেত্রকে অনুসরণ করে রাজ্যের শিক্ষাব্যবস্থা গড়ে তোলার পরিকল্পনার কথাও জানিয়েছেন পার্থ চট্টোপাধ্যায়।

  First published: