#কলকাতা: তৃণমূল কংগ্রেস নেতা এবং দলের মুখপাত্র কুণাল ঘোষকে ফের তলব করল ইডি৷ সারদা কাণ্ডে তদন্তের সূত্রেই কুণালকে তলব করা হয়েছে৷ আগামিকাল হাজিরা দিতে বলা হয়েছে কুণাল ঘোষকে৷
নোটিস পাওয়ার পর কুণালের অবশ্য দাবি, এর আগেও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে সবরকম তথ্য দিয়ে সহযোগিতা করেছেন তিনি৷ একই সঙ্গে কুণালের অভিযোগ, ভয় দেখাতেই তাঁকে তলব করা হয়েছে৷ যদিও কুণাল জানিয়েছেন, ইডি তলব করলেই তিনি ঘরে বসে থাকবেন না৷ যেভাবে সক্রিয় ভাবে শাসক দলের কাজ করছেন, তা তিনি চালিয়ে যাবেন৷
একই সঙ্গে কুণাল ঘোষ দাবি করেছেন, তাঁকে ইডি যেমন তলব করছে, একই সঙ্গে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার উচিত সারদা কর্তা সুদীপ্ত সেনের লেখা চিঠি নিয়েও তদন্তে নামা৷ কুণাল বলেন, 'সুদীপ্ত সেন চিঠিতে নাম ধরে ধরে লিখে বলেছেন কোন কোন নেতারা টাকা নিয়েছে৷ আমাদের বেলায় ইডি তলব করবে আর সুদীপ্ত সেনের চিঠির বিষয়ে চোখে ঠুলি পড়ে বসে থাকবে, এটা আমি আর হতে দেব না৷ আমি জ্ঞানত কোনও অন্যায় করিনি৷ এবারেও সবরকম সহযোগিতা করব৷ যদি ভেবে থাকে আমাকে ইডি-কে দিয়ে ডেকে পাঠালেই আমি ঘরে বসে যাব, তাহলে ওরা ভুল করছে৷ '
Tuhin Das Chandraনিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: ED, Kunal Ghosh