#কলকাতা: শিক্ষক নিয়োগে দুর্নীতি কাণ্ডের পাশাপাশি এবার গরু পাচার কাণ্ডেও সমানতালে তৎপরতা বাড়াচ্ছে ইডি৷ গরু পাচার মামলায় আগামী সোমবার ফের একবার বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে তলব করল ইডি৷
গত বুধবার গরু পাচার মামলার তদন্তে বীরভূমের একাধিক জায়গায় হানা দিয়েছিল ইডি৷ অনুব্রত ঘনিষ্ঠ একাধিক ব্যবসায়ী এবং নেতার বাড়িতে দীর্ঘক্ষণ তল্লাশি চালান ইডি আধিকারিকরা৷ ইডি-র সঙ্গে যৌথ তল্লাশিতে সামিল হয় সিবিআই-ও৷
আরও পড়ুন: ১১১ থেকে ১০৮, ইডি-র কড়া ডায়েটে ১২ দিনে তিন কেজি ঝরল পার্থর
যাঁদের বাড়িতে তল্লাশি চালানো হয়েছিল, তাঁদের মধ্যে ছিলেন অনুব্রত ঘনিষ্ঠ ব্যবসায়ী টুলু মণ্ডল৷ তাঁর বাড়ি, অফিস এবং পেট্রোল পাম্পে তল্লাশি চালিয়েছিল ইডি৷
সূত্রের খবর, আগামী সোমবার বেলা এগারোটায় নিজাম প্যালেসে হাজিরা দিতে বলা হয়েছে অনুব্রত মণ্ডলকে৷ গরু পাচার কাণ্ডে এর আগেও তাঁকে জেরা করছে ইডি৷ যদিও প্রত্যেকবারই তাঁকে জেরা করে ছেড়ে দেওয়া হয়েছে৷ কিন্তু পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারির পর অনুব্রত মণ্ডলকে ইডি ফের তলব করায় ফের জল্পনা ছড়িয়েছে৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Anubrata Mondal, ED