Home /News /kolkata /
Sealdah Station New Look: ভাঙা পড়বে ডিআরএম বিল্ডিং, ভিড় সামাল দিতে আমূল বদলে যাবে চেনা শিয়ালদহ স্টেশন?

Sealdah Station New Look: ভাঙা পড়বে ডিআরএম বিল্ডিং, ভিড় সামাল দিতে আমূল বদলে যাবে চেনা শিয়ালদহ স্টেশন?

বদলে যাবে শিয়ালদহ স্টেশনের চেহারা৷

বদলে যাবে শিয়ালদহ স্টেশনের চেহারা৷

শিয়ালদহ স্টেশনে ব্যস্ত সময়ে অনেক ক্ষেত্রেই ট্রেন সময়ে ছাড়ে না৷ এর অন্যতম কারণ, স্টেশনে ট্রেন ঢুকতে এবং বেরোতেই অনেকটা সময় লেগে যায়৷

  • Share this:

#কলকাতা: দিন দিন বাড়ছে যাত্রী চাপ৷ কিন্তু বাড়ানো যাচ্ছে না স্টেশনের জায়গা৷ ট্রেন স্টেশনে ঢুকতে বেরোতেও লেগে যাচ্ছে অনেকটা সময়৷ তার উপরে ইস্ট ওয়েস্ট মেট্রো চালু হয়ে গেলে শিয়ালদহ স্টেশনে যাত্রী চাপ আরও অনেকটাই বাড়বে বলে মত রেল কর্তাদের৷

এই পরিস্থিতিতে দাঁড়িয়ে শিয়ালদহ মেন শাখার স্টেশনে বড়সড় সংস্কার কাজে হাত দিতে চলেছে পূর্ব রেল৷ সবকিছু ঠিকঠাক থাকলে দু' তিন বছরের মধ্যেই কাজ সম্পন্ন হয়ে বদলে যেতে পারে শিয়ালদব স্টেশনের চেহারা৷

আরও পড়ুন: বাংলার বিপুল প্রশংসা শিল্পপতিদের, টাটাদের বড় ঘোষণা! বিরাট বিনিয়োগ সম্ভাবনা

বর্তমানে শিয়ালদহ স্টেশনের সব প্ল্যাটফর্মে বারো বগির ট্রেন দাঁড়াতে পারে না৷ যে কারণে ৯ বগির ট্রেনে এবং ছোট প্ল্যাটফর্মে যাত্রীদের ভিড়ও বাড়ে৷ এই সমস্যা দূর করতে ২,৩,৪,৫ এবং ১০ নম্বর প্ল্যাটফর্মের দৈর্ঘ্য আরও বাড়ানো হচ্ছে৷ ফলে এই প্ল্যাটফর্মগুলিতেও বারো বগির ট্রেন দাঁড়াতে পারবে৷

শুধু তাই নয়, শিয়ালদহ স্টেশনে ব্যস্ত সময়ে অনেক ক্ষেত্রেই ট্রেন সময়ে ছাড়ে না৷ এর অন্যতম কারণ, স্টেশনে ট্রেন ঢুকতে এবং বেরোতেই অনেকটা সময় লেগে যায়৷ কারণ শিয়ালদহ স্টেশনে ট্রেন ঢোকা বেরনোর লাইনের সংখ্যা সীমিত৷ এই সমস্যা মেটাতে শিয়ালদহ স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্ম লাগোয়া ডিআরএম বিল্ডিংকেও ভেঙে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ প্রায় দেড়শো বছর পুরনো ডিআরএম বিল্ডিং ভেঙে ফেলে সেই জায়গা দিয়ে নতুন লাইন পাতা হবে৷ সবমিলিয়ে শিয়ালদহ স্টেশনের সংস্কারে প্রায় ৩৫ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে৷

আরও পড়ুন: দুশো টাকারও কমে এসি ক্রুজে গঙ্গা ভ্রমণ, কলকাতায় নতুন আকর্ষণ

শিয়ালদহের ডিআরএম শৈলেন্দ্রপ্রতাপ সিং বলেন, 'রেলওয়ের বোর্ড ইতিমধ্যেই অর্থ বরাদ্দ করেছে৷ এই কাজ শেষ হলে শিয়ালদহ স্টেশনের সব প্ল্যাটফর্মেই ১২ বগির ট্রেন দাঁড়াতে পারবে৷ ২০২৪ সালের ডিসেম্বর মাসের মধ্যে এই কাজ শেষ হওয়ার কথা৷' পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক একলব্য চক্রবর্তী বলেন, 'ডিআরএম বিল্ডিংটি এমনিতেই দেড়শো বছর পুরনো৷ ফলে সেটির অবস্থাও খুব একটা ভাল নয়৷ শিয়ালদহ স্টেশন চত্বরেই নতুন ডিআরএম বিল্ডিং তৈরি করা হবে৷'

পূর্ব রেলের আধিকারিকরা মনে করছেন, ইস্ট ওয়েস্ট মেট্রো চালু হয়ে গেলে শিয়ালদহ স্টেশনের সব প্ল্যাটফর্মে বারো বগির ট্রেন দাঁড় করানো না গেলে ভিড় সামাল দেওয়াই মুশকিল হবে৷ তাঁদের আশা, আগামী দু' থেকে তিন বছরের মধ্যে শিয়ালদহ স্টেশনের চেহারা সম্পূর্ণ বদলে যাবে৷

Published by:Debamoy Ghosh
First published:

Tags: Local Train, Sealdah

পরবর্তী খবর