Home /News /kolkata /

ডার্বির আগে ১৯ পয়েন্ট চান মর্গ্যান

ডার্বির আগে ১৯ পয়েন্ট চান মর্গ্যান

Photo Courtesy : East Bengal

Photo Courtesy : East Bengal

শিলিগুড়ি যাওয়ার আগে চেন্নাই শেষ ম্যাচ। তাই ডার্বির কিক-অফের আগে সাত ম্যাচে ১৯ পয়েন্ট চান মর্গ্যান।

 • Share this:

  #কলকাতা: বারাসতে কাল রবিবার মেহতাবহীন ইস্টবেঙ্গল। চেন্নাইয়ের বিরুদ্ধে ডার্বির প্রস্তুতি সারতে চায় ইস্টবেঙ্গল। যে ভাবেই হোক এই ম্যাচ থেকে তিন পয়েন্ট চান ইস্টবেঙ্গল কোচ ট্রেভর জেমস মর্গ্যান।

  আধুনিক ফুটবলে আপনি কেমন খেললেন, তা ৯০ মিনিট পর কেউ মনে রাখবে না। মনে রাখবে একটাই কথা, ৯০ মিনিট পর আপনার ক্লাবের গায়ে তিন পয়েন্টের তকমা আছে কী না। বারাসতে চেন্নাইয়ের চ্যালেঞ্জ সামলানোর আগে এটাই উপলব্ধি ব্রিটিশ কোচ ট্রেভর জেমস মর্গ্যানের। ছ’ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে আই লিগের শীর্ষে ইস্টবেঙ্গল। বড় ম্যাচের আগেই এই মোমেনটাম হারাতে নারাজ টিজেএম।

  ছ’ম্যাচে চারটি হলুদ কার্ড দেখে চেন্নাই ম্যাচে নেই মেহতাব হোসেন। বদলি হিসেবে মাঠে নামবেন রাওলিন। শনিবার সেন্ট্রাল পার্কে দলকে হাল্কা অনুশীলন করিয়েছেন মর্গ্যান। বরং অনুশীলন শেষে রবিন, হাওকিপ এবং প্লাজাকে নিয়ে পড়েছিলেন শ্যুটিং অনুশীলনে।

  ১২ ফেব্রুয়ারি বড় ম্যাচ। শিলিগুড়ি যাওয়ার আগে চেন্নাই শেষ ম্যাচ। তাই ডার্বির কিক-অফের আগে সাত ম্যাচে ১৯ পয়েন্ট চান মর্গ্যান। কী ভাবে, সেটা ছেড়ে দিলেন ফুটবলারদের পায়ে।

  First published:

  Tags: East Bengal, I-League, Trevor James Morgan, আই লিগ, ইস্টবেঙ্গল, ট্রেভর জেমস মর্গ্যান

  পরবর্তী খবর